কক্সবাজার জেলার বিশেষ উন্নয়ন সভা শুক্রবার বিকেলে টেকনাফ পর্যটন মোটেল নেটংয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমম্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পর্যটনের জেলা কক্সবাজারেরর উন্নয়নে সরকারের আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। সীমান্ত উপজেলা টেকনাফে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন সহ নানা কর্মকান্ড চলছে। যা আগামী কয়েক বছরের মধ্যে দৃশ্যমান হবে।
এসময় আরো বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, বেজার চেয়ারম্যান প্রবন চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউচ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইশতিয়াক আহমদ, অতিরিক্ত সচিব মো: হারুন অর রশিদ, মো: আইয়ুব, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ প্রমূখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।