১৩ ডিসেম্বর, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩২ | ২১ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলা নতুন বছর ১৪৩২ সালের প্রথম দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন ঘিরে শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে ওঠে। পহেলা বৈশাখের
সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা।

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রাটি কলাতলী এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এই আয়োজনটি মাতিয়ে তুলে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ।

বাঙালি জাতির চিরায়ত ঐতিহ্যের দিনটিতে সিবিআইইউ এর অডিটরিয়ামে বসে হরেক রকমের পিঠাপুলির স্টল। শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সিবিআইইউ এর সুন্দর এই আয়োজনে অতিথি হয়ে আসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ও ওসি রফিক উল্লাহ।

তারা ক্যাম্পাসে পৌঁছলে স্বাগত জানান নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক সামিয়া আফরোজ, সদস্য সচিব রায়হাতুল গীর কসবা ও সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর।

এরপর ফিতা কেটে বৈশাখী স্টল উদ্বোধন করেন ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ।

তারপর অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে স্টল পরিদর্শনে যান। এ সময় তাদেরকে বৈশাখী বিভিন্ন আইটেম দিয়ে আপ্যায়িত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ।

স্বৈরাচার সরকারের পতন ও অশুভ শক্তি বিদায় করে নতুন উদ্যমে এই প্রথমবারের মতো পালিত হলো পহেলা বৈশাখ। সিবিআইইউ পরিবারের আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজন ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী অনুষ্ঠানমালায় সবার মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। দিনশেষে বৈশাখ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রাণবন্ত ও উজ্জীবিত করে তুলে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অতিথিরাও বৈশাখের অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলা বর্ষ বরণের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হক সুমন, নববর্ষ উদযাপন কমিটির সদস্য শিক্ষক নাঈমুদ্দীন মাহমুদ, মাসুম বিল্লাহ, উম্মে হানি ঊর্মিলা, একা দাশ ও সহকারী রেজিস্ট্রার (এডমিন এন্ড ডেভেলপমেন্ট) নুরুদ্দীন মো. জাহাঙ্গীরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।