বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাথে কক্সবাজার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন ফোরাম নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল স্থানীয় এক হোটেলে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় মহাসচিব,আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক প্রফেসর মাওলানা মোঃ আবেদ আলী,ইরানী সুপ্রিম লীডারের দক্ষিণ এশিয়া বিষয়ক দূত এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ইরান প্রতিনিধি প্রফেসর ড: সাইয়েদ জাবেদ মাজলুমি,কেন্দ্রীয় পরিচালক ডঃ মাসুম চৌধুরী,জেলা শাখার সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট ইকবালুর রশিদ আমিন,সেক্রেটারী সরওয়ার সাঈদ প্রমুখ।
এতে কক্সবাজার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন ফোরাম এর প্রধান পরিচালক এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কক্সবাজার জেলার পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ফোরামের পরিচালক(প্রশাসন) মিনার হাসান,পরিচালক (অপারেশন) আব্দুল হান্নান,পরিচালক(প্রকল্প) শামসুল ইসলাম,পরিচালক(ক্যাম্পেইন) মোহাম্মদ আব্দুস সামাদ আজাদ,প্রচার সম্পাদকতা আব্দুল হালিম,রামু প্রতিনিধি মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।