মিসেস রিজিয়া রেজা চৌধুরী।চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ,প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির সুযোগ্য সহধর্মিণী।তিনি আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক।সাতকানিয়া-লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের সফল সভানেত্রী। তিনি সাতকানিয়া-লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সভানেত্রী।তিনি নারী জাগরণের অগ্রদূত।
তিনি একজন মহিয়সী নারী।তিনি সাতকানিয়া-লোহাগাড়ার নারীদের বিশ্বস্হ অভিভাবক।তিনি এনজন সফল সমাজসেবী।সাতকানিয়া-লোহাগাড়ার নারীরা বলতে গেলে আগের সময় অনেক বেশী পিছিয়ে ছিল।পিছিয়ে পড়ে থাকা নারীদেরকে একত্রিত ও সুসংগঠিত করে সাতকানিয়া-লোহাগাড়ার নারীদেরকে সামনের দিকে এগিয়ে আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মিসেস রিজিয়া রেজা চৌধুরী। তিনি সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।বিশেষ পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নেওয়ার পর পরই বৃক্ষ রোপনের সফলতার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত থেকে পুরুষ্কার গ্রহণ করেন মিসেস রিজিয়া রেজা চৌধুরী। গত ১ এপ্রিল দুপুরে লোহাগাড়া ডিজিটাল গ্রামার স্কুলের মা সমাবেশ তিনি প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন।তিনি অনুষ্টানস্হলে পৌছার পুর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিসেস রিজিয়া রেজা চৌধুরী কে অভ্যর্থনা জানান।একজন মা তার ছোট শিশুর কাছে যেমন খুব বেশী প্রিয় ঠিক তেমনি মিসেস রিজিয়া রেজা চৌধুরী একজন মমতাময়ী মা হিসেবে ছোট ছোট শিক্ষার্থীর পাশে ছুটে গিয়ে কথা বলেন।মিসেস রিজিয়া রেজা চৌধুরী শিশুর কাছে ছুটে গিয়ে বলছেন,বাবুরা তোমরা সবাই কেমন আছ।তোমাদের আব্বু আম্মুরা তোমাদের খুব আদর করে তাইনা। তিনি আরো বলেন,তোমরা আগামী দিনের সম্পদ।তোমরা একদিন এদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।দেশ ও জাতি গঠনে অবদান রাখবে।তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যত।ছোট্ট মনিরা, তোমরা তোমাদের মা বাবার কথা শুনবে।ভাল ভাবে লেখাপড়া মানুষের মত মানুষ হয়ে আগামীতে অবদান রাখবে।তোমাদের পাশে যেকোন সহযোগিতায় আমি এগিয়ে আসব ইনশাল্লাহ।ডিজিটাল গ্রামের পড়ুয়া শিক্ষার্থী রুপসীর মা সামশুন নাহারে সাথে যোগাযোগ করলে উক্ত প্রতিবেদককে জানিয়েছেন,সাংবাদিক ভাই,গতকালকে ডিজিটাল গ্রামার স্কুলের প্রোগ্রামে মাননীয় এমপি সাহেবের সহধর্মিণী মিসেস রিজিয়া রেজা চৌধুরীর বক্তব্যে শুনে আমি অনেক বেশী আনন্দিত হয়েছি। ওনি একজন মমতাময়ী ও শিক্ষিত মা।ওনি নারী জাগরণের অগ্রদূত।ওনি আমাদের গর্ব। সাতকানিয়া-লোহাগাড়ায় একজন দক্ষ নেত্রী হিসেবে চষে বেড়াচ্ছেন যা সত্যিই প্রশংশার দাবিদার রাখে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।