৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

সাতকানিয়ার ফুলে সাজছে চট্টগ্রাম

যেদিকে চোখ যায় লাল গাদা, হলুদ গাদা, গ্লার্ডিওলাস, স্টার ফুলের সমাহার। মনজুড়ানো নানা রঙের ফুল সুগন্ধ ছড়াচ্ছে চারদিকে। কুয়াশার ভোরে চাষিদের কেউ ফুলের পরিচর্যা করছেন কেউবা ফুল বিক্রির জন্য সংগ্রহ করছেন। এমন দৃশ্য দেখা যায় এখন সাতকানিয়ার খাগরিয়াসহ বিভিন্ন এলাকায়। সাতকানিয়া উৎপাদিত ফুল এখন চট্টগ্রামের বিভিন্ন বিয়ে, সেমিনার, জš§দিন, বাসরঘরে শোভা পাচ্ছে। সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ বলেন, ফুল চাষের জন্য সাতকানিয়ার মাটি উপযুক্ত ও সহায়ক। এক সময় শখের বসে ফুল চাষ করলেও এখন বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে সাতকানিয়ায়। ফুল চাষে রাতারাতি বদলে যাচ্ছে অনেক কৃষকের ভাগ্য। সে কারণে দিন দিন বাড়ছে ফুল চাষির সংখ্যাও। সাতকানিয়ার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে খাগরিয়া ইউনিয়নেই ব্যাপক আকারে ফুল চাষ শুরু হয়েছে। এর মধ্যে ২ হেক্টর গাঁদা, ৪ হেক্টর গ্লার্ডিওলাস, ২ হেক্টর গোলাপ, ৬ হেক্টর স্টার ও ১ হেক্টর জিপশি। ফুল চাষি হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন জানান, সাতকানিয়ায় উৎপাদিত ফুল ব্যবসায়ীরা চট্টগ্রাম শহরে নিয়ে যান। সেখানকার চেরাগী পাহাড়ের আশপাশ এলাকায় বিভিন্ন দোকানে এসব ফুল বিক্রি হয়। তার দেয়া তথ্য মতে জানা যায়, খাগরিয়ার চাষিরা ফুল চাষ করে পরিচর্যা করে গাছ বড় হয়ে ফুল ধরলে তা ফুল ব্যবসায়ীদের কাছে আগাম বিক্রি করে দেন। আগাম কিনে নেয়া ব্যবসায়ীরাই চট্টগ্রাম শহরের ব্যবসায়ীদের ফুল বিক্রি করে থাকে। প্রতিদিনই লক্ষাধিক টাকার ফুল চট্টগ্রাম শহরে যায় বলে জানান তিনি। চট্টগ্রাম শহরের ফুল ব্যবসায়ী সাতকানিয়ার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রমিজ উদ্দিন আহমদ জানান, আগে যশোর থেকে ফুল আসত চট্টগ্রাম শহরে। এখন সাতকানিয়ার চরতী, খাগরিয়া থেকে ফুল আসছে। এতে ব্যবসায়ীরা তাজা ফুল ক্রেতাদের কাছে তুলে দিতে পারছেন। সেই সঙ্গে পরিবহন খরচ কমে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।