৫ আগস্ট, ২০২৫ | ২১ শ্রাবণ, ১৪৩২ | ১০ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

সাতকানিয়ার ফুলে সাজছে চট্টগ্রাম

যেদিকে চোখ যায় লাল গাদা, হলুদ গাদা, গ্লার্ডিওলাস, স্টার ফুলের সমাহার। মনজুড়ানো নানা রঙের ফুল সুগন্ধ ছড়াচ্ছে চারদিকে। কুয়াশার ভোরে চাষিদের কেউ ফুলের পরিচর্যা করছেন কেউবা ফুল বিক্রির জন্য সংগ্রহ করছেন। এমন দৃশ্য দেখা যায় এখন সাতকানিয়ার খাগরিয়াসহ বিভিন্ন এলাকায়। সাতকানিয়া উৎপাদিত ফুল এখন চট্টগ্রামের বিভিন্ন বিয়ে, সেমিনার, জš§দিন, বাসরঘরে শোভা পাচ্ছে। সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ বলেন, ফুল চাষের জন্য সাতকানিয়ার মাটি উপযুক্ত ও সহায়ক। এক সময় শখের বসে ফুল চাষ করলেও এখন বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে সাতকানিয়ায়। ফুল চাষে রাতারাতি বদলে যাচ্ছে অনেক কৃষকের ভাগ্য। সে কারণে দিন দিন বাড়ছে ফুল চাষির সংখ্যাও। সাতকানিয়ার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে খাগরিয়া ইউনিয়নেই ব্যাপক আকারে ফুল চাষ শুরু হয়েছে। এর মধ্যে ২ হেক্টর গাঁদা, ৪ হেক্টর গ্লার্ডিওলাস, ২ হেক্টর গোলাপ, ৬ হেক্টর স্টার ও ১ হেক্টর জিপশি। ফুল চাষি হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন জানান, সাতকানিয়ায় উৎপাদিত ফুল ব্যবসায়ীরা চট্টগ্রাম শহরে নিয়ে যান। সেখানকার চেরাগী পাহাড়ের আশপাশ এলাকায় বিভিন্ন দোকানে এসব ফুল বিক্রি হয়। তার দেয়া তথ্য মতে জানা যায়, খাগরিয়ার চাষিরা ফুল চাষ করে পরিচর্যা করে গাছ বড় হয়ে ফুল ধরলে তা ফুল ব্যবসায়ীদের কাছে আগাম বিক্রি করে দেন। আগাম কিনে নেয়া ব্যবসায়ীরাই চট্টগ্রাম শহরের ব্যবসায়ীদের ফুল বিক্রি করে থাকে। প্রতিদিনই লক্ষাধিক টাকার ফুল চট্টগ্রাম শহরে যায় বলে জানান তিনি। চট্টগ্রাম শহরের ফুল ব্যবসায়ী সাতকানিয়ার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রমিজ উদ্দিন আহমদ জানান, আগে যশোর থেকে ফুল আসত চট্টগ্রাম শহরে। এখন সাতকানিয়ার চরতী, খাগরিয়া থেকে ফুল আসছে। এতে ব্যবসায়ীরা তাজা ফুল ক্রেতাদের কাছে তুলে দিতে পারছেন। সেই সঙ্গে পরিবহন খরচ কমে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।