চট্টগ্রাম-১৫ সাতকানিয়া – লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য,বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন গভর্নর,ইউনিয়ন ব্যাংকের শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান,আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান,দেশ বরেণ্য প্রখ্যাত আলেমেদ্বীন,সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নের রুপকার,গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি’র বিরুদ্ধে সাতকানিয়ার ভূয়া মুক্তিযোদ্ধা আবু তাহেরের রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত,অর্বাচীন, অশালীন ও কুরুচিপুর্ণ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে ৬মার্চ সকালে সাতকানিয়া উপজেলা শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্টিত হয়েছে।মানববন্ধন কর্মসূচীতে সাতকানিয়া উপজেলা শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা অনতিবিলম্বে ভূয়া মুক্তিযোদ্ধা আবু তাহেরের গ্রেফতারের জোর দাবী জানান।মানববন্ধনে বক্তারা বলেন,প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির জনপ্রিয়তাকে খর্ব করার জন্য একটি কুচুক্রী মহল ষড়ষন্ত্রের মাধ্যমে উঠে পড়ে লেগেছে। মাননীয় এমপি মহোদয়ের জনপ্রিয়তাকে কেউ খর্ব করতে পারবেনা বলেও বক্তারা জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফ্ফর আহমদ, সাতকানিয়া উপজেলা শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কালিয়াইশ ইউপি চেয়ারম্যান হাফেজ আহমদ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান নুর হোসেন চৌধুরী। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার আদিনাথ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা প্রবীন মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা পি.কে ধর রনু, বীর মুক্তিযোদ্ধা নেজাম উদ্দিন সিকদার, বীর মুক্তিযোদ্ধা মুবিন উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অরুন চক্র বনিক, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম মিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রাখাল ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, বীর মুক্তিযোদ্ধা অনিল রাজু, বীর মুক্তিযোদ্ধা ডা. মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মৃদুল কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ রক্ষিত। শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা রহিম বক্সের ছেলে মুজিবুর রহমান, শহীদ সিরাজুল হকের ছেলে হুমায়ুন কবির, শহীদ হাবিবুর রহমানের ছেলে আব্বাছ আলী, শহীদ কালা মিয়ার ছেলে মোহাম্মদ ইউছুপ প্রমুখ। মানব বন্ধন কর্মসূচিতে সাতকানিয়ার সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণ ছাড়াও অংশগ্রহণ করেন মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, সাতকানিয়া ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দিন, কেওচিয়া ইউপি চেয়ারম্যান মনির আহমদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম মানিক,সাংসদের একান্ত সচিব ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এরফানুল করিম চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি লুৎফুর রহমান, সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব দাশ প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।