২৩ অক্টোবর, ২০২৫ | ৭ কার্তিক, ১৪৩২ | ৩০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

সাংবাদিক মোহাম্মদ হাসিমের মায়ের জানাযা সম্পন্ন

Shomoy
বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোয়েশনের সাধারন সম্পাদক, খবর বিতানের সত্ত্বাধিকারি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসিম এর মা খাইরুন্নেছা’র নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার সদরের খুরুশকুলের তেতৈয়া তাফহীমুল কুরআন আলিম মাদরাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন স্থানীয় সমাজসেবক শিক্ষানুরাগী এডভোকেট আহমদ ফারুক, ছেলে মোহাম্মদ হাসিম, মাওলানা মোস্তাক আহমদ প্রমুখ। শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় ইমামতি করেন মরহুমা খাইরুন্নেছা’র ছেলে মাওলানা মোস্তাক আহমদ।
খাইরুন্নেছা কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল তেতৈয়া নিবাসী নজির আহমদের সহধর্মিনী। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মরহুমার ৪ ছেলে ও ৫ মেয়ে ছিল।
জানাজায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, দৈনিক রূপালী সৈকত পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী, প্রবীন সাংবাদিক কামাল হোসেন আজাদ, মমতাজ উদ্দিন বাহারী, ডেইলি সান এর জেলা প্রতিনিধি আবদুল মোনায়েম খান, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোরশেদুর রহমান খোকন, দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান আনছার হোসেন, দৈনিক নয়াদিগন্তের কক্সবাজার সংবাদদাতা গোলাম আজম খান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, কক্সবাজার বানীর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান, যুগান্তরের জেলা প্রতিনিধি সায়েদ আলমগীর, বনিকবার্তার জেলা প্রতিনিধি এম. ইব্রাহিম খলিল মামুন, ডিসকভার কক্স’র পরিচালক আবদুল্লাহ নয়ন, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন)’র যুগ্ম-বার্তা সম্পাদক ইমাম খাইর, কক্সবাজার টাইমস’র সম্পাদক ও প্রকাশক সরওয়ার আলম, দ্যা কক্সবাজার ম্যাসেজ’র বার্তা প্রধান মোহাম্মদ উর রহমান মাসুদ, ভোরের পাতার জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিক, সংবাদকর্মী মহিউদ্দিন মাহী প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।