
প্রেস বিজ্ঞপ্তি :
রামু প্রেস ক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) বিকালে রামু স্বপ্নপূরী কমিউনিটি সেন্টারে রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক আনিস নাঈমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ইলেকট্রনিকস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক কক্সবাজার এর বার্তা সম্পাদক নজিবুল ইসলাম।
এসময় তিনি বলেন, রামু প্রেস ক্লাবের মাধ্যমে রামু সহ সমস্ত কক্সবাজারের সাহিত্য সংস্কৃতির রাজনীতির সমাজব্যবস্থার অনিয়ম, অসংগতি এবং বর্তমান সরকারের যে উন্নয়ন, মানুষের ভাগ্য পরিবর্তন, সেই শুভ সংবাদ গুলো বস্তুনিষ্ঠতার সাথে তুলে ধরতে হবে। এছাড়া সংবাদপত্রের সাথে যারা জড়িত তাদেরকে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা আমীর হোসাইন হেলালী। শুভেচ্ছা বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের আজীবন সদস্য সুলতান আহমেদ মুনীরি ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস, মোহাম্মদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, রামু উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির মেম্বার, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল হক কোম্পানি, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা, রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন সিকদার, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাদল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন, রামু উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি হাফেজ আহমদ, রামু সার্বজনীন কালিবারি মন্দিরের প্রধান পুরোহিত স্বজল ব্রাহ্মণ চৌধুরী, চৌমুহনী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সজল বড়ুয়া, বাংলাদেশ বেতার কক্সবাজারের সংগীত প্রযোজক বশীরুল ইসলাম।
এছাড়া রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি কামাল শিশির, সাংগঠনিক সম্পাদক মালেক সিকদার, অর্থ সম্পাদক নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক জাফর আলম সহ সকল সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।