৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

সর্দার শরিফের শেখানো নাম না বলায় নির্যাতন করেছে: সংবাদ সম্মেলনে দু’শ্রমিক

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ে আটকে রেখে নির্যাতন চালিয়ে শেখানো নাম আদায়ের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, তিনি চাঁদা দাবী করে ব্যর্থ হয়ে এ অনৈতিক কাজটি করেছেন বলে অভিযোগ করেছেন গত ১২ জানুয়ারী শহরের লাইট হাউজ থেকে পাহাড় কাটার মিথ্যা অভিযোগে আটক হওয়া সোনা মিয়া ও ছব্বির নামে দুই শ্রমিক। কারাগার থেকে বেরিয়ে ১৮ জানুয়ারী সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মো. সোনা মিয়া বলেন,‘আমার বাড়ির পাশে পাহাড়ের পাদদেশ থেকে বাসার মেঝেতে দেয়ার জন্য সিমেন্টের বস্তায় করে দুই তিন বস্তা মাটির জন্য আমি ও প্রতিবেশি ছব্বির সেখানে যাই। ওই সময় তিন জন লোক গিয়ে আমাদের ধরে বাহারছড়ায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে যান। সেখানে একটি অন্ধকার কক্ষে ২/৩ ঘন্টা আটকে রেখে আমাদের মারধর করে ভয়-ভীতি দেখানো হয়। পরে আমাদের দু’জনকে ছেড়ে দিতে ১০ হাজার টাকা দাবী করেন তাদেরই একজন। কিন্তু আমরা গরীব লোক টাকা নেই জানানোর পর তারা চলে যান। আধা ঘন্টা পর ফিরে এসে তারা দুই জন ব্যক্তির নাম উল্লেখ করে তারা পাহাড় কাটছে বলে স্বীকারোক্তি দিলে আমাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দেন।

মো. ছব্বির বলেন, ‘আমরা অসহায় সাধারণ মানুষ। টাকার বিনিময়ে দৈনিক কাজ করি। তবে জীবনে কখনো আইনের বিরুদ্ধে গিয়ে অনৈতিক কাজ করিনি। স্ত্রী-সন্তান নিয়ে কোন রকম জীবন-যাপন করছি। এরপরও নিজের ঘরের কাজ করতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইাসলাম তার শেখানো কথা না বলায় পাহাড় কাটার মিথ্যা অভিযোগ এনে আইনের কাছে সোপর্দ করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, অভিযানকালে পুলিশের কোন সদস্য না থাকলেও শরিফুল ইসলাম ম্যাজিষ্ট্রেটের কাছে পুলিশ ছিল বলে মিথ্যা তথ্য দিয়ে নিজের পরিকল্পিত ষড়যন্ত্র প্রমান করেছেন। সাংবাদিক সম্মেলনে তারা এ ধরণের নির্যাতন ও ষড়যন্ত্রের বিচার চান প্রশাসনের কাছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।