২৪ আগস্ট, ২০২৫ | ৯ ভাদ্র, ১৪৩২ | ২৯ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সরকারি সফরে ভারত যাচ্ছেন সাংবাদিক পলাশ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক:

পনের দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন সাংবাদিক পলাশ বড়ুয়া। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভারতের বুদ্ধগয়া, সারনাথ, কুশিনগর, শ্রাবস্তী ও নালান্দাসহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন ২৬ জন অংশগ্রহণকারী দলটি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং- ১৬.০০.০০০০.০০৪.২৫.০০২.১৯.১৬০ তারিখ-২৫ সেপ্টেম্বও ২০২২ মূলে সহকারী সচিব এস.এম ফরিদ আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে পলাশ বড়ুয়া বলেন, সরকারি ভাবে প্রথমবারের মতো তীর্থযাত্রা এটি। এতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, এটা বাঙালি বৌদ্ধদের জন্য গৌরবের এবং মাইলফলক হয়ে থাকবে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধর্ম প্রতিমন্ত্রিসহ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভ‚ষণ বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই সফর অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়া বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।

উল্লেখ্য, পলাশ বড়ুয়া দৈনিক আমাদের সময় এর উখিয়া প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সিএসবি টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক। এর আগে চট্টগ্রাম প্রতিদিন, দৈনিক হিমছড়িসহ একাধিক দৈনিকে কাজ করেছেন।

এছাড়াও তিনি রুমখাঁপালং হাতিরঘোনার সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব, উখিয়া শাখার সহ-সভাপতি এবং উখিয়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।