১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

সমিতিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি গঠিত

বার্তা পরিবেশক:

কক্সবাজার পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ২১ ডিসেম্বর বিকালে মসজিদ প্রাঙ্গনে স্থানীয় মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সর্বসম্মতিক্রমে পুর্বের কমিটি বিলুপ্ত করে ১৬ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি গঠন করা হয়। স্থানীয় মুরব্বী মোঃ মুছা সওদাগরের সভাপতিত্বে এবং শফি আলম (সোনা মিয়ার) পরিচালনায় অনুষ্ঠিত সভায় মসজিদ সম্পর্কিত বিষয় নিয়ে বিষদ আলোচনার পর উক্ত নতুন কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে সভাপতি, মোঃ মুছা সওদাগরকে সিনিয়র সহ-সভাপতি, আবুল হোছাইন সর্দারকে সহ-সভাপতি, দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ারকে সাধারণ সম্পাদক, মোঃ শরিফ হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, মোঃ শফি আলম (সোনামিয়া) কে অর্থ সম্পাদক, মোঃ নাছির উদ্দীন, সিকান্দার আবু জাফর হীরু, হাফেজ বেলাল উদ্দীন আনচারী, আবদুল খালেক, নাজিম উদ্দীন নাজুকে নির্বাহী সদস্য এবং নুরুল আলম, মোসলেম উদ্দীন, আমির হোসেন, ফরিদ আহমদ ও মোঃ আলমগীরকে সহযোগী সদস্য হিসাবে মনোনিত করা হয়। পরে উক্ত কমিটির মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।