২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২ | ২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

সন্ত্রাস-জঙ্গীবাদ ও অবৈধ দখলদারদের ছাড় দেওয়া হবেনাঃ এএসপি হাসানুজ্জামান মোল্লা

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে ৭জানুয়ারী বিকেলে বিজি সেনের হাট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মাদকদ্রব্য, বহিরাগত সন্ত্রাসী, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, অবৈধ দখলদার, বাল্যবিবাহ ও আইন শৃংখলা বিষয়ক এক বিশাল মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (মোল্লা)। বড়হাতিয়া ইউপির বার বার নির্বাচিত চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার)। গেষ্ট অব অনার ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আব্দুল জলিল, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান, বড়াহতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জালাল আহামদ খলিফা, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু রিটন বড়–য়া রুনা, সেনেরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা: আব্দুর রহিম, বিজি সেনের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মো: নাজিম উদ্দিন, বড়হাতিয়া ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল আলম, ইউপি সদস্য এনামুল হক ভুট্টু, মো: মামুন, বাবু সুনীল সরকার, সাবেক মেম্বার আব্দুল মোতালেব, বাবু মিহির সরকার, বাবু অনিল সরকার। সভাপতির বক্তব্যে বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী বলেছেন, কিছু বহিরাগত লোক বিজি সেনেরহাট এলাকায় সৌদি প্রবাসী মফিজের বাড়ি দখল করার জন্য হামলা চালিয়েছিল। বড়হাতিয়াবাসী অবৈধ দখলদার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সব সময় প্রস্তুত। প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত সুপার মো: হাসানুজ্জামান (মোল্লা) বলেছেন, মাদক, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, বহিরাগত সন্ত্রাসী, অবৈধ দখলদার ও বাল্য বিবাহ একটি সমাজিক ব্যাধি। আমাদের সকলকে সোচ্ছার হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও অবৈধ দখলদার কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়াও অনুষ্ঠানে বড়হাতিয়ার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদেরকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।