১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৯ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ইমাম ও খতীবদের গঠনমূলক ভূমিকা পালন করতে হবেঃসাংসদ ড.নদভী এমপি


চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর,প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, শান্তি,সংহতি ও সম্প্রীতির ধর্ম ইসলাম। এর প্রকৃত রূপ ও মাধুর্যতা এবং ইসলামের নামে উগ্রতা ও জাঙ্গীবাদীতার কুফল সম্পর্কে শিক্ষার্থী ও সর্বসাধারণকে অবহিত করার জন্য মসজিদের ইমাম, খতীব ও মাদ্রাসার শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, দেশের শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসলমানগণ সবসময় সন্ত্রাস, জঙ্গীবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে। তিনি আরও বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের উপর মসজিদের ইমাম ও খতীবদের রয়েছে ব্যাপক প্রভাব। সকল প্রকার সন্ত্রাস, জঙ্গীবাদ এবং রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের কুফলের বিরুদ্ধে ইমাম ও খতীবরা নিয়মিতভাবে আলোচনা করলে জনমনে আরও ব্যাপক সচেতনতা বাড়বে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইসলামী মূল্যবোধ প্রচারে অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে দেশের উপজেলা সদর সমূহে একটি করে মডেল মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন।
গত ৩ মার্চ সাতকানিয়া উপজেলার চিববাড়ী শাহী জামে মসজিদের জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে এবং চিববাড়ী মহিলা আলিম মাদ্রাসা, বায়তুশ শরফ শাহ জব্বারিয়া এতিম ও হেফজ খানা, আল হাদি দারুল হুফ্ফাজ একাডেমী, বায়তুশ শরফ আল হাদি ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা এ্বং মাদার্শা ইউনিয়নের আবু হুরাইরা দাখিল মাদ্রাসার বার্ষিক সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
চিববাড়ী মহিলা আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুশ শুক্কুরের সভাপতিত্বে বার্ষিক সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান মোল্লা, ওসি (তদন্ত) আব্দুল জলিল, যুবলীগ নেতা মোহাম্মদ জহির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নেজামুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, উপজেলা কৃষকলীগের সভাপতি লুৎফুর রহমান, মাননীয় সাংসদের সহকারি একান্ত সচিব শাহাদৎ হোসাইন শাহেদ প্রমুখ।
আবু হুরায়রা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাশেম সওদাগরের সভাপতিত্বে বার্ষিক সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদ সিকদার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।