২২ জানুয়ারি, ২০২৬ | ৮ মাঘ, ১৪৩২ | ২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত

সদর উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবদুল্লাহ’র উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

রবিউল আলম হৃদয়: কক্সবাজার

সারাদেশে করোনা ভাইরাস আতঙ্ক। এতে করে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষ। করোনা মোকাবেলায় জনসমাগম এড়াতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। মধ্যবিত্তরা চক্ষু লজ্জার ভয়ে অনেকে কারো কাছে হাত পাততে পারছেনা। কর্মহীন অসহায় সেইসব দরিদ্রও মধ্যবিত্তের দুয়ারে দুয়ারে উপহার সরূপ প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে ছুটছেন কক্সবাজার সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল্লাহ।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে যখন টানা ছুটি চলছে, দোকানপাট, ব্যবসা বানিজ্যে পরিবহন সহ স্থবিরতা নেমে এসেছে, নিম্ন আয়ের মানুষের চলা দায় হয়ে পড়েছে, ঠিক তখনই জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি জহির উল্লাহ সিকদারের নির্দেশনায়, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ তার   ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, তেল, লবন, আলু , সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে এলাকার অসহায় দরিদ্রদের ঘরে ঘরে ছুটছেন।

সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষে তিনি অসহায় অস্বচ্ছল পরিবারের সদস্যদের বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন উপহার সামগ্রী। গত এক সপ্তাহে সদর উপজেলা খুরুশকুল,পিএম খালি, ঝিলংজা সহ ২০০ হত দরিদ্র পরিবার মধ্যেবিত্ত কর্মহীন শ্রমিকদের নিজে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন।

উপহার বিতরণ কালে আব্দুল্লাহ বলেন, নিজস্ব তহবিল ও সরকারের পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আতঙ্ক নয় সচেতন হোন, সরকারের বিধি নিষেধ ও লকডাউন মেনে চলার আহ্বান জানান। তিনি আরও বলেন, আপনারা ঘরে থাকুন আমি  কর্মহীন শ্রমিকদের প্রয়োজনীয় দ্রব্যাদি  নিয়ে পর্যাক্রমে আপনাদের দুয়ারে হাজির হবো ইনশাআল্লাহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।