১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২ | ২২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

‘শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে। তাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকুন।’ মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরভবনে ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ওবায়দুল আরও বলেন, ‘কাউকে খুন করে পার পাওয়া যাবে না। ৭৫’ আর ২০১৭ সাল এক নয়। পরিষ্কারভাবে জানাতে চাই ৭৫ এর বঙ্গবন্ধু, যে বুলেট তাকে খুন করেছে, ২০১৭ সালে সেই বঙ্গবন্ধু হাজার গুণ বেশি শক্তিশালী।’

তিনি বলেন, ‘গাইবান্ধায় লিটনকে কারা হত্যা করেছে, বাংলাদেশের মানুষ তা বুঝতে পেরেছে। ষড়যন্ত্রকারীরা লিটনকে মেরে টেস্ট কেস করছে। স্পষ্টভাবে বলতে চাই ষড়যন্ত্র চলছে, জণগণের ভোটে আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না। ষড়যন্ত্রকারীরা এখন চোরাগলিতে হাঁটছে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বাহ উদ্দিন নাসিম, এনামুল হক শামীম, নোওফেল চৌধুরী, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

কাউন্সিলরদের উদ্দেশ্যে ওবায়দুল বলেন, ‘আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সর্ব কালের সর্ব বৃহৎ জনসভার আয়োজন করা হবে। পাড়া, মহল্লায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকদের সেখানে আনতে হবে।’ এজন্য তিনি ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।