১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

শেখ কামালের জন্মদিনে জেলা প্রশাসন বনাম কক্সবাজার পৌরসভা একাদশের প্রীতি ফুটবল ম্যাচ ড্র

সংবাদ বিজ্ঞপ্তি:

বঙ্গবন্ধু’র জ্যেষ্ঠ সন্তান, ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে জেলা প্রশাসন বনাম কক্সবাজার পৌরসভা একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সৌহার্দ্য সম্প্রীতির এ ম্যাচটির আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।
শুরুতে উভয় দল আক্রমনাত্মক খেলা উপহার দেয়। নির্ধারিত সময় শেষে তীব্র উত্তেজনাপূর্ণ খেলার ফলাফল দাঁড়ায় ২-২ গোলে ড্র।
এর মধ্যে সবচেয়ে নৈপুণ্যময় খেলা উপহার দিয়েছেন কক্সবাজার পৌরসভা একাদশের অধিনায়ক মেয়র মুজিবুর রহমান। পুরো খেলায় মধ্যমাঠ থেকে বল পায়ে প্রতিপক্ষের গোলবারের সামনে গিয়ে সতীর্থ খেলোয়াড় কাউন্সিলর ওমর সিদ্দিক লালুকে চমৎকার পাশ দেন মেয়র মুজিব। তাঁর আকর্ষণীয় সেই গোলই মান রক্ষা করে পৌরসভা একাদশের।
জেলা প্রশাসন একাদশের পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল।
খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবিরসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।