কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী মরহুম জনাব শেখ আবু নঈম মোঃ সালাহউদ্দিন এডভোকেট এর মৃত্যুতে ‘ফুলকোর্ট রেভারেন্স’ মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয় জনাব মীর শফিকুল আলম এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে অদ্য ১৬ মার্চ-২০১৭ইং বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় আরম্ভ হয়। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ নেজামুল হক। মরহুম এডভোকেটের জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক-১। মাননীয় জেলা জজ মহোদয় মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উক্ত ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ।
অতঃপর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক-১ এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টার সময় মরহুম জনাব শেখ আবু নঈম মোঃ সালাহউদ্দিন এডভোকেট স্মরণে শোকসভা আরম্ভ হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ নেজামুল হক।
উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন ক্রমানুসারে সর্বজনাব এডভোকেট আহসান উল্লাহ, এডভোকেট এ.কে.এম. এরশাদ উল্লাহ, এডভোকেট আকতার উদ্দিন হেলালী, এডভোকেট নুর মোহাম্মদ, এডভোকেট আবদুর রউফ, এডভোকেট আবদুল বারী, এডভোকেট কাশেম আলী, এডভোকেট মোহাম্মদ নেজামুল হক, এডভোকেট মোহাম্মদ আবুল আলা, এডভোকেট মোহাম্মদ মোস্তফা, এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন, এডভোকেট মোঃ নুরুল ইসলাম (স্পেশাল পিপি), মরহুম জনাব শেখ আবু নঈম মোঃ সালাহউদ্দিন এডভোকেট এর পুত্র প্রকৌশলী শেখ আবু হেনা মোর্শেদ জামান। সভা শেষে আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। শোক সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ।
উল্লেখ্য যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব শেখ আবু নঈম মোঃ সালাহউদ্দিন অ্যাডভোকেট উচ্চ ডায়াবেটিস ও লিভার রোগজনিত কারণে বিগত ১৩ ফেব্র“য়ারি-২০১৭ইং সোমবার দুপুর ১.১০ মিনিটের সময় তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।