বিশেষ প্রতিবেদক
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ৬০ শতাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক শিশু বিষয়ক এনজিও সংস্থার কর্মীরা তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাসহ সার্বিকভাবে দেখভাল করছে। পাশাপাশি বাংলাদেশ সরকার তাদের জন্য আলাদা একটি শিশুবান্ধব কেন্দ্র খুলেছে। মাতা-পিতা ছাড়া এসব শিশুরা এখানে লেখাপড়ার পাশাপাশি বিনোদনের সুযোগ পাবে।
বৃহস্পতিবার উখিয়ার কুতুপালং অস্থায়ী ক্যাম্পে শিশুদের জন্য শিশুবান্ধব কেন্দ্র উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
পরে মন্ত্রী কুতুপালং শরনার্থী শিবির ও বালুখালী রোহিঙ্গা বস্তি এবং ত্রাণ কেন্দ্র ১ ও বালুখালী ত্রাণ কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাসিমা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আনিসুল হক, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান, কক্সবাজার মহিলা সংস্থার সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, উখিয়া থানা পরিদর্শক তদন্ত মো. কায় কিসলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেনসহ জিও এনজিও এবং বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকতারা।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।