১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২ | ২৫ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

শিশুবান্ধব কেন্দ্রে পড়ালেখা ও বিনোদনের সুযোগ পাবে রোহিঙ্গা এতিম শিশুরা : চুমকি

বিশেষ প্রতিবেদক
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ৬০ শতাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক শিশু বিষয়ক এনজিও সংস্থার কর্মীরা তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাসহ সার্বিকভাবে দেখভাল করছে। পাশাপাশি বাংলাদেশ সরকার তাদের জন্য আলাদা একটি শিশুবান্ধব কেন্দ্র খুলেছে। মাতা-পিতা ছাড়া এসব শিশুরা এখানে লেখাপড়ার পাশাপাশি বিনোদনের সুযোগ পাবে।

বৃহস্পতিবার উখিয়ার কুতুপালং অস্থায়ী ক্যাম্পে শিশুদের জন্য শিশুবান্ধব কেন্দ্র উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

পরে মন্ত্রী কুতুপালং শরনার্থী শিবির ও বালুখালী রোহিঙ্গা বস্তি এবং ত্রাণ কেন্দ্র ১ ও বালুখালী ত্রাণ কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব নাসিমা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আনিসুল হক, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান, কক্সবাজার মহিলা সংস্থার সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, উখিয়া থানা পরিদর্শক তদন্ত মো. কায় কিসলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেনসহ জিও এনজিও এবং বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকতারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।