১৪ অক্টোবর, ২০২৫ | ২৯ আশ্বিন, ১৪৩২ | ২১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

শিলখালী কাঁচারীমুরায় এক ব্যক্তির লাশ উদ্ধার

index
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের কাঁচারীমুরা নামক এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫মার্চ রোববার সকাল সাড়ে নয়টার দিকে ওই এলাকার মৃত এয়াকুব মিয়ার পুত্র জামাল উদ্দিনের বাড়ির পায়খানায় গলায় সুতুলী পেঁছানো অবস্থায় লাশটি উদ্ধার হয় বলে সুরতহাল রিপোর্টের তথ্য সূত্র নিশ্চিত করেছে। নিহত ব্যক্তির নাম আলী আহমদ(৩৫)। সে স্থানীয় মৃত আনু মিয়ার পুত্র। এদিকে নিহতের মৃত্যুর ঘটনাকে এলাকাবাসী রহস্যজনক দাবী করে বলেন, সম্ভবত পরিকল্পিত ভাবে তাকে খুন করে লাশটি সেখানে ফেলে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে যে, ঘটনার দিন সকালে ওই বাড়ির লোকজন প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গলায় সুতুলি পেঁছানো নিহতের লাশের সন্ধান পান। পরে, বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আ’লীগ নেতা মোঃ জামাল উদ্দিন ও চেয়ারম্যান মোঃ নুরুল হোসাইনকে অবহিত করেন। পরে, তারা থানা পুলিশকে অবহিত করলে পেকুয়া থানার এস.আই বিমল কান্তি নাথ একদল পুলিশ নিয়ে সরোজমিন ঘটনাস্থল পরিদর্শন সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। অন্যদিকে, লাশ উদ্ধারের খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে গেলে স্থানীয়রা তাদের জানান, নিহতের সাথে স্থানীয় মৃত এয়াকুব মিয়ার পুত্র জামাল উদ্দিন, তার পুত্র নেজামউদ্দিন ও মহিউদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমির মালিকানা বিরোধ চলে আসছিল। পরে, নিহতের মালিকানাধীন ভোগদখলীয় জায়গার দখল নিতে প্রতিপক্ষ তান্ডব চালিয়ে তাকে বাড়িছাড়া করে। ওই ঘটনার মাসখানেক পর প্রতিপক্ষের বসতবাড়ির পায়খানা থেকে নিহতের গলায় সুতুলি পেঁছানো অবস্থায় লাশ উদ্ধার হলো। যা নিয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা তুলেছেন নানা প্রশ্ন। শিলখালী ইউপি’র বর্তমান মেম্বার আ’লীগ নেতা মোঃ জামাল উদ্দিন এমইউপি, সাবেক ইউপি সদস্য আ’লীগ নেতা মোঃ আবু তাহের প্রকাশ লাল মিয়া ও ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিবও লাশ উদ্ধার ঘটনা নিশ্চিত করে লাশ ময়না তদন্তে মর্গে পাঠিয়েছেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।