২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১২ আশ্বিন, ১৪৩২ | ৪ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাইঃ আ.লীগ নেত্রী রিজিয়া রেজা চৌঃ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ সাতকানিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠন সমূহের মধ্যে ২৩নভেম্বর সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির পক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, সাংসদ ড.নদভীর সহধর্মিণী, নারীনেত্রী ও সমাজসেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাতকানিয়া কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এরফানুল করিম চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি দীপংকর তৎচঙ্গা, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মামুনুল হক, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সোহেল,সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হারেজ মোহাম্মদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ জোনায়েদ, সাতকানিয়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল,সাতকানিয়া মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা নার্গিস মুন্নি,মহিলা নেত্রী সৌলক,হামিদা বেগম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান, মানিক,নয়ন, সায়িদ, যুব নেতা রাসেল, আবছার মুক্তিযোদ্ধা সমর চৌধুরী, প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী বলেন, আমাদের যুব সমাজ ও ছাত্র সমাজ মাদক আসক্তিতে তাদের ভবিষ্যৎ জীবনকে নষ্ট করছে। তিনি বলেন, তাদের সৃজনশীল মেধাকে কাজে লাগিয়ে খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের জীবনকে সুন্দর এবং সার্থক করে তুলতে হবে।

শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা সাতকানিয়া জুনিয়র ফ্রেন্ডস সার্কেলকে ক্রিকেট সেট, ভোয়ালিয়াপাড়া সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন আশার আলো তরুণ একতা সংঘ, এডভান্স সোসাইটি, সাতকানিয়া মডেল হাইস্কুল, বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গারাংঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছমদরপাড়া প্রাথমিক বিদ্যালয়কে ফুটবল, সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়কে ব্যাডমিন্টন ছাত্র-ছাত্রী ও খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।