কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী নুরু বাহিনীর প্রধান নুরুল ইসলাম নুরু (২৮) কে দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা। ৩০ এপ্রিল রাত ৮ টায় কলাতলী জেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাসটার্মিনালস্থ পশ্চিম লারপাড়া এলাকার মৃত নুর হোছনের পুত্র।
প্রাপ্ত তথ্যমতে, নুরুল ইসলাম নুরু একটি স্বশস্ত্র বাহিনী গঠন করে জমি জবরদখল, ডাকাতি, অপহরণ, চাদাঁবাজি সহ নানা ভাবে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। কলাতলী মোড় থেকে বাসটার্মিনাল পর্যন্ত পাহাড়ী এলাকায় আধিপত্য বিস্তার করে বসবাসকারী সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল নুরুল ইসলাম নুরু। তার গ্রেফতারে ওই এলাকায় বসবাসকারীদের মাঝে স্বস্থি ফিরে এসেছে বলে জানান অনেকে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এর এস.আই মনিরুল ইসলাম ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলগেইট এলাকায় অভিযান চালিয়ে নুরু বাহিনী প্রধান নুরুকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কোমর থেকে একটি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চাঁদাবাজি সহ ডজন মামলা রয়েছে বলে জানান তিনি।

২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।