চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।আটককৃত মাদক বিক্রেতার নাম মোহাম্মদ আকবর(৪৩)।সে সাতকানিয়ার করাইয়া নগর এলাকার বাসিন্দা। সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গত ১২মার্চ দিবাগত রাত্রে লোহাগাড়া থানার সাহসী উপ পরিদর্শক মুহাম্মদ সোলাইমান পাটোয়ারি ও তার সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৫শ পিচ ইয়াবাসহ আকবরকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।