৬ নভেম্বর, ২০২৫ | ২১ কার্তিক, ১৪৩২ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

লোহাগাড়ায় ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়ন জমা

রায়হান সিকদার, লোহাগাড়া: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে আগামী ২৪শে মার্চ লোহাগাড়া উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক,স্বতন্ত্র প্রার্থীসহ ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যানে ৪ জনসহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সুত্রে জানা গেছে।
চেয়ারম্যান পদে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: খোরশেদ আলম চৌধুরী (নৌকা প্রতীক), আ’লীগ নেতা মো: জিয়াউল হক চৌধুরী বাবুল, (স্বতন্ত্র) ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী(স্বতন্ত্র)।

ভাইস চেয়ারম্যান পদে লোহাগাড়া উপজেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো: মিজানুর রহমান মিজান, আ’লীগ নেতা ও উপজেলা বিআরডিভির চেয়ারম্যান আরুমান বাবু রোমেল,সমাজকর্মী মুহাম্মদ ইব্রাহীম কবির, সাবেক ছাত্রনেতা দিল মুহাম্মদ ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি পল্লী চিকিৎসক রতন কান্তি দাশ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লোহাগাড়া উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নারীনেত্রী জেসমিন আক্তার(১), শাহীন আক্তার, পারভীন আক্তার ও শাহিন আকতান ছানা।

লোহাগাড়া নির্বাচন অফিসার ও সহাকারী রিটার্ণিং অফিসার মো: আবু তাহের সাংবাদিককে জানিয়েছেন, চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা নিয়েছি। তিনি আরো বলেন, সবাই সুষ্ঠু ও সুন্দর ভাবে মনোনয়ন পত্র দাখিল করেন। সামনে নির্বাচনে সকল প্রার্থীরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অংশগ্রহণ করতে পারবেন বলেও জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।