২১ অক্টোবর, ২০২৫ | ৫ কার্তিক, ১৪৩২ | ২৮ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

লোহাগাড়ায় ১০৮টি পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। এ উপলক্ষে সারা দেশের ন্যায় লোহাগাড়া উপজেলায় ৯টি ইউনিয়নে ১০৮টি পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। মাটির কাজ শেষ হলেই শুরু হবে রঙ-তুলির কাজ। শিল্পীর রঙ-তুলির আঁচড়ে গড়ে তোলা হবে দশভ’জা দেবীদুর্গাসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমূর্তি। মা দেবী দুর্গাকে বরণ করতে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৪অক্টোবর শুরু হবে শারদীয় দুর্গাপুজা এবং দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৮অক্টোবর উৎসবের সমাপ্তি ঘটবে।

ভক্তদের আশা শান্তির বার্তা নিয়ে আসবেন দেবী দূর্গা। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে লোহাগাড়া সনাতন ধর্মাবলম্বীদের এখন ব্যস্ত দিন কাটছে।

লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবু রঞ্জন পাল বলেন, প্রতিটি মন্ডপের কমিটির নেতাদের সাথে বৈঠক হয়েছে। তাছাড়া থানার সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের বৈঠক হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সাধরণ সম্পাদক মাস্টার খোকন কান্তি নাথ বলেন, এবার উপজেলায় মোট ১০৮ মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে ৬৯ টি প্রতিমা পূজা ৩৯টি ঘট পূজা অনুষ্ঠিত হবে । প্রতিবছরের মতো এবারো দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে হবে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,
আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার মোট ১০৮ টি পূজা মন্ডবে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও পূজা চলাকালীন সময়ে স্ব স্ব পূজা মন্দিরে স্বেচ্ছাসেবক, আনসার, গ্রাম পুলিশের সদস্যরা থাকবেন। দূর্গা পূজাকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পূজা শুরুর আগে থেকেই কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।