চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১১টায় মেয়াদউত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে খাদ্য বিক্রয়ের অভিযোগে বটতলী মোটর স্টেশনস্হ হোটেল ওআইসিকে ৩০ হাজার ও দি জামান হোটেলকে ১০ হাজার মোট ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের একটি টিম। এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা কমিশনার ( ভূমি) সাদিয়া আফরিন কচি।এ সময় সাথে ছিলেন অভিযানের প্রশিকিউশন নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শের আলী।নির্বাহী ম্যাজিষ্ট্রেট তথা উপজেলা কমিশনার ( ভূমি) সাদিয়া অাফরিন কচি বলেন, হোটেল ওআইসি ও দি জামান হোটেলের বাইরের পরিবেশ সুন্দর হলে ভিতরের পরিবেশ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। খাবারের কোন নির্দিষ্ট তালিকা হোটেল গুলোতে নেই বলেও তিনি জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।