২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২ | ২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৩


রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়ের জাঙ্গালিয়া নামক স্হানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৩জন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
নিহতরা হল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকরা এলাকার ইউসুফ জলিলের পুত্র মামুনুর রশিদ (২৫) ও চুয়াডাঙ্গার ডামুড্যা উপজেলা চুরলিয়া এলাকার মিনহাজ শেখের পুত্র শরিফুল ইসলাম (২৬)। নিহত অপরজন চমেক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে সূত্রে প্রকাশ।তবে, আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
সুত্রে জানা গেছে,১৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টায় চট্টগ্রাম অভিমুখী হানিফ পরিবহণের সাথে রেজি নং (ঢাকামেট্রো-ব-১৪-৮১৭৯) ও পিকআপ(ম্যাজিক গাড়ী) রেজি নং (চট্টমেট্রো-ন-১১-৩৮৩০) মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলে ১জন মারা যান।চমেকে নেওয়ার পথে আরেকজন মারা যান। এবং ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাদের মধ্যে ২ জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। অপর ৩ জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দূর্ঘটনা ঘাতক গাড়ি ২টি ও নিহত ২ জনের লাশ দোহাজারী হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছেন বলে সুত্রে প্রকাশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।