২৪ ডিসেম্বর, ২০২৫ | ৯ পৌষ, ১৪৩২ | ৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত অর্ধশতাধিক

 


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আধুনগর ইউনিয়নস্থ আরকান সড়কের খাসমহল এলাকায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৬ এপ্রিল দুপুর ৩টায়। নিহতরা হলেন মোটর সাইকেল আরোহী মোহাম্মদ ইলিয়াস (২২) তিনি লোহাগাড়া ইউনিয়নের সরকার পাড়ার আব্দুল আলমের পুত্র। অপরজন হলেন মাহিন্দ্রা টেক্সী চালক। তার নাম মোহাম্মদ শাহেদ (২৮)। তিনি চকরিয়ার উত্তর হারবাং কর মহুরী পাড়ার নুরুল আমিনের পুত্র। ঘটনার প্রত্যেক্ষ দর্শীর বিবরণে জানা গেছে, উল্লেখিত সময়ে মোটর সাইকেল (চট্টমেট্রো ল-১৩-৬৬৫২) আরোহী আরকান সড়ক সংযুক্ত বাইপাস সড়ক অতিক্রম করে যাওয়ার সময় কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে মোটর সাইকেলকে ধাক্কা দিলে নিহত আরোহী ঘটনাস্থলে মারাযান এবং তার সাথী অপর জন লোহাগাড়া ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার আঙ্গামিয়ার পুত্র সালেহ্ আহমদ(৩৮) গুরুত্বর আহত হন। পরক্ষণে একই সময় যাত্রীবাহী বাসটির (কক্সবাজার জ-১১-০২২০) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অপর একজন মাহিন্দ্রা টেক্সী চালক তথা পথচারী গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে বাসটি সড়কচ্যুত হয়ে পার্শ্বের খাদে উল্টে যায়। এতে প্রায় বাসের অর্ধশত যাত্রী আহত হন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করান। বাসের যাত্রীরা মাইজভান্ডারের ওরশ শেষ করে বাড়ি ফিরছিলেন। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ, সাতকানিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন এবং মৃতদেহ ও ক্ষতিগ্রস্ত গাড়ি দুটো থানা হেফাজতে নিয়ে যায়। ঘাতক বাস চালক পালতক বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।