৬ অক্টোবর, ২০২৫ | ২১ আশ্বিন, ১৪৩২ | ১৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত অর্ধশতাধিক

 


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আধুনগর ইউনিয়নস্থ আরকান সড়কের খাসমহল এলাকায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৬ এপ্রিল দুপুর ৩টায়। নিহতরা হলেন মোটর সাইকেল আরোহী মোহাম্মদ ইলিয়াস (২২) তিনি লোহাগাড়া ইউনিয়নের সরকার পাড়ার আব্দুল আলমের পুত্র। অপরজন হলেন মাহিন্দ্রা টেক্সী চালক। তার নাম মোহাম্মদ শাহেদ (২৮)। তিনি চকরিয়ার উত্তর হারবাং কর মহুরী পাড়ার নুরুল আমিনের পুত্র। ঘটনার প্রত্যেক্ষ দর্শীর বিবরণে জানা গেছে, উল্লেখিত সময়ে মোটর সাইকেল (চট্টমেট্রো ল-১৩-৬৬৫২) আরোহী আরকান সড়ক সংযুক্ত বাইপাস সড়ক অতিক্রম করে যাওয়ার সময় কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে মোটর সাইকেলকে ধাক্কা দিলে নিহত আরোহী ঘটনাস্থলে মারাযান এবং তার সাথী অপর জন লোহাগাড়া ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার আঙ্গামিয়ার পুত্র সালেহ্ আহমদ(৩৮) গুরুত্বর আহত হন। পরক্ষণে একই সময় যাত্রীবাহী বাসটির (কক্সবাজার জ-১১-০২২০) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অপর একজন মাহিন্দ্রা টেক্সী চালক তথা পথচারী গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে বাসটি সড়কচ্যুত হয়ে পার্শ্বের খাদে উল্টে যায়। এতে প্রায় বাসের অর্ধশত যাত্রী আহত হন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করান। বাসের যাত্রীরা মাইজভান্ডারের ওরশ শেষ করে বাড়ি ফিরছিলেন। সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ, সাতকানিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন এবং মৃতদেহ ও ক্ষতিগ্রস্ত গাড়ি দুটো থানা হেফাজতে নিয়ে যায়। ঘাতক বাস চালক পালতক বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।