লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ এ এম শপিং কমপ্লেক্স প্রকাশ আবদুল্লাহ মাস্টারের মার্কেটে নাজমুল হুদার কুলিং কর্ণার ও ফুল বিতান হতে ৫ ফেব্রুয়ারী দুপুরে পঁচা ও মেয়াদবিহীন বন ও পাউরুটি জব্দ করা হয়।মেয়াদবিহীন ও পঁচা বন ও পাউরুটি জব্দ করেন লোহাগাড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী। বন ও পাউরুটি জব্দ করে সেগুলো নষ্ট করে ফেলে দেওয়া হয়।এসময় দোকানের মালিক নাজমুল হুদাকে প্রথমবারের মত সতর্ক করে দেওয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী জানান,কুলিং কর্ণার হতে মেয়াদবিহীন ও পঁচা বন ও পাউরুটি ১৫/২০ প্যাকেট জব্দ করা হয়।দোকানের মালিক নাজমুল হুদাকে সতর্ক করে দেওয়া হয়েছে।
উক্ত দোকানে পরবর্তীতে পঁচা ও মেয়াদবিহীন বন ও পাউরুটি পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।তিনি আরো জানান,নিয়মিত অভিযান চলবে৷ ভেজাল উৎপাদক,আমদানি কারক,মজুদকারী,বিতরনকারী এবং বিক্রয়কারী যত প্রভাবশালী হোক না কেন তাকে কোন প্রকার ছাড় দেয়া হবে না৷
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।