চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের উদ্যোগে জঙ্গীবাদ,সন্ত্রাস ও অপরাধ দমন সভা ও এক বিশাল র্্যলী ২০মার্চ অনুষ্টিত হয়েছে।সভার পুর্বে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী র্্যলী লোহাগাড়া উপজেলার সামনে হতে শুরু হয়ে বটতলী স্টেশন পদক্ষিণ করে থানার সামনে এসে শেষ করা হয়।র্্যলী শেষে থানার মাঠ প্রাঙ্গণে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ওলামা মশায়াখদের ভূমিকা নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল হায়াদ মোহাম্মদ তারেক।অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাতকানিয়ার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা।লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) এর সভাপতিত্বে বিশিষ্ট সাংবাদিক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্টাতা সমাজকর্মী আরমান বাবু রুমেল, পদুয়া ইউপির জননন্দিত চেয়ারম্যান জহির উদ্দিন জহির,আওয়ামীলীগ নেতা শহিদুল কবির সেলিম,উপজেলা ছাত্রলীগের সংগ্রামী যুগ্ন আহবায়ক মিজানুর রহমান,একেএম পারভেজ।অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন চরম্বা ইউপির চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান,চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমান, যুবলীগ নেতা সাইফুল হাকিম,আদিল চৌধুরী, উপজেলার বিভিন্ন এলাকার ইমামগণ,থানার কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ, স্হানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরঅান তেলোয়াত করেন দৈনিক যায়যায়দিন পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজী। অনুষ্টানে বক্তারা বলেন,ইসলামে জঙ্গী ও সন্ত্রাসীদের বিশ্বাস করেনা।জঙ্গীরা দেশ, জাতি ও সমাজের শত্রু।জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্ছার হওয়ার আহবান জানান।বক্তারা আরো বলেন,সকল প্রকার সন্ত্রাস, জঙ্গীবাদ এবং রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের কুফলের বিরুদ্ধে ওলামা মাশায়েখদের সাথে নিয়মিতভাবে আলোচনা করলে জনমনে আরও ব্যাপক সচেতনতা বাড়বে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আলেমদের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলেও বক্তারা বলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।