চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর বটতলী মোটর ষ্টেশস্থ আমিরাবাদ স্কুল রোডের এইচ. এম. টাওয়ারের চতুর্থ তলায় ঔষুধ কোম্পানীর জনৈক এম.আর ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। লোহাগাড়া থানা পুলিশ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় গত ২৪ মার্চ ভোর ৫টায় তার মৃতদেহ উদ্ধার করেছেন বলে জানা গেছে। উক্ত যুবকের নাম নুরুল ইসলাম (৩২)। তিনি চট্টগ্রাম শহরস্থ দক্ষিণ ফিরোজ শাহ্ এর আকবর শাহ্ কলোনীর মৃত ওসমান গণির পুত্র। লাশটি বর্তমানে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং সূত্রমতে এই মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।