৫ নভেম্বর, ২০২৫ | ২০ কার্তিক, ১৪৩২ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

লোহাগাড়ায় গরু চোর, হত্যা ও ডাকাতি মামলার আসামী জাহাঙ্গীরসহ আটক ২ঃ গরু উদ্ধার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলায় গরু চোর জাহাঙ্গীর আলম(২৬) সহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।অপরজনের নাম হানিফ(১৩)।

৩০জুন রোববার বেলা ৩টায় থানার এস.আই মুহাম্মদ বেলালের নেতৃত্বে একটি পুলিশি দল সাতকানিয়ার করাইয়ানগর ধলিয়ার দোকান এলাকা হতে তাদেরকে গ্রেফতার করেন।এসময় ১টি গরু উদ্ধার করা হয়।

আটককৃত জাহাঙ্গীর ও হানিফ বড়হাতিয়া হরিদাঘোনা মিয়াজি পাড়া এলাকার নজির আহমদের পুত্র।
তারা দু`জন আপন ভাই বলে জানা গেছে।

থানা সূত্রে জানা যায়,
বড়হাতিয়া হরিদার ঘোনা এলাকার মৃত ইউসুফ আলীর পুত্র মুহাম্মদ ইসমাঈল(৬০) তার বাড়ীর পার্শ্ববর্তী মাঠে ঘাস খাওয়ার জন্য কয়েকটি গরু বেধে রাখে । দুপুর ঘনিয়ে আসলে গরু রেখে তিনি ভাত খেতে বাড়ী যান। এসময় ২৫/৩০ হাজার টাকা মূল্যের একটি গরু নিয়ে ২চোর অন্যত্র এলাকায় বিক্রী করার জন্য দ্রুত চলে যায়।সাতকানিয়া করাইয়ানগর ধলিয়ার দোকান এলাকায় স্হানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটকে রাখে। পরে লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে গরুসহ ২জনকে লোহাগাড়া থানার হেফাজতে নিয়ে আসে।

আটককৃতরা জানান,তারা গরুটি চুরি করে অন্যত্র এলাকা নিয়ে বিক্রী করার জন্য নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,আটক জাহাঙ্গীর মাদক,ডাকাতি ও অনিল কর্মকার হত্যা মামলার পলাতক আসামী।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর গরু চুরির ঘটনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলেও জানান।
তার বিরুদ্ধে থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল ১জুলাই সকালে তাদের ২জনকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে থানার এসআই মুহাম্মদ বেলাল জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।