চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।আহত ব্যবসায়ীর নাম হল আবদুল মান্নান(৫৫)।সে ওই এলাকার মৃত নেজামত আলীর পুত্র। এবং চুনিতস্হ হোটেল ফোর সিজনের স্বত্বাধিকারী।১৯মার্চ বিকেল আনুমানিক সাড়ে ৫টায় এই ঘটনাটি ঘটেছে।স্হানীয় সুত্রে জানা গেছে,বিগত কিছু দিন ধরে আবদুল মান্নান ও নুরুল আমিনের সাথে লোহাগাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের পার্শ্বের একটি জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল।উল্লেখিত সময়ে উক্ত জায়গার সামনে জোরপুর্বক প্রতিপক্ষরা গেইন নির্মাণ করার চেষ্টা করলে আবদুল মান্নান ও নুরুল আমিনের সাথে কথাকাটাকাটি সৃষ্টি হয়।এক পর্যায়ে প্রতিপক্ষরা ব্যবসায়ী আবদুল মান্নানকে অতর্কিতভাবে বাটাম ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তার মাথায় মারাত্নকভাবে রক্তাক্ত জখম হয়।স্হানীয় আহত অবস্হায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্হা আশংকাজনক দেখতে পেলে চমেকে প্রেরণ করেন।এ ব্যাপারে আহত আবদুল মান্নানের ভাতিজা আরিফুর রহমান বলেন,তার চাচাকে প্রতিপক্ষ নুরুল আমিন,কাঞ্চন মিলে অতর্কিতভাবে মারধর করে মাথায়সহ বিভিন্ন স্হানে মারাত্নকভাবে রক্তাক্ত জখম করেছে।যে জায়গাটি নিয়ে বিরোধ চলে আসছে সেটি তাদের পৈত্তিক সম্পত্তি বলেও তিনি জানান।অন্যদিকে,অভিযুক্ত কাঞ্চন উক্ত প্রতিবেদককে মুঠোফোনে বলেন,প্রতিপক্ষ আবদুল মান্নানের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে।আজকের ঘটনায় তাদের পরিবারের লোকজনও আহত হয়েছেন বলেও তিনি জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।