চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের শের আলী সওদাগর পাড়ার এক অসুস্থ পরিবারের জায়গা জোরপুর্বক দখল করার জন্য প্রতিপক্ষরা চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে ওই এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী ছেনোয়ারা বেগম(৩৩) বাদী হয়ে পোষ্ট অফিসের দক্ষিণ পার্শ্বে ছৈয়দ আহমদের বাড়ী সংলগ্ন মৃত ছৈয়দ আহমদের পুত্র শরিয়ত উল্লাহ মুন্সীকে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সুত্রে প্রকাশ,লোহাগাড়া মৌজার বিএস খতিয়ান নং ৩২০১৭,বিএসদাগ ৮৮২,৮৮৩ জায়গার ভাগ বন্টন মুলে পৈত্তিক সম্পত্তির মালিক হয় ছেনোয়ারা বেগমের স্বামী হুমায়ন কবির।১১শতক জায়গা প্রাপ্ত হইয়া দীর্ঘদিন ধরে ভোগ দখলে স্হিত আছেন।কিন্তু হুমায়ুন কবির জায়গার পার্শ্বে রাস্তা থাকায় ইট কংকর বালী আনার জন্য তার জায়গার কিছু অংশ গাড়ি যাতায়াতের জন্য জায়গাটি খুলে দেওয়া হয়।প্রয়োজনী মালামাল নিয়ে আসার পর ছেনোয়ারা বেগমের স্বামী হুমায়ন কবির তার জায়গাতে বাউন্ডারী ওয়াল নির্মাণ করলে উল্লেখিত বিবাদী বাধা প্রদান করে। এ ব্যাপারে ছেনোয়ারা বেগম বলেন,তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্হ রয়েছেন।কিন্তু তার স্বামীর জায়গায় বাউন্ডারী ওয়াল নির্মাণ করলে প্রতিপক্ষ শরিয়ত উল্লাহ মুন্সী বার বার বাধা প্রদান করছেন।শারিরিক নির্যাতনসহ বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দিচ্ছেন বলেও তিনি জানান।এ ব্যাপারে লোহাগাড়া থানার এসআই আবদুল আউয়াল উক্ত প্রতিবেদককে বলেন,বাদীর অভিযোগ হাতে পেয়েছি।প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষ বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।অন্যদিকে, অভিযুক্তকে মুঠোফোন না পাওয়ার তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।