চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ২ যুবক কে আটক করেছে থানা পুলিশ। এ সময় একটি দেশীয় তৈরী অস্ত্র,১ রাউন্ট কার্তুজ, ২ টি ছাকু ও ১টি নাম্বারবিহীন সুযুকি মোটর সাইকেল উদ্বার করা হয়েছে।আটককৃত যুবকরা হলেন পশ্চিম কলাউজানের ভাগ্যের দোকান এলাকার ছিদ্দিক আহমদের পুত্র আবদুর রহিম (৩৬) ও পশ্চিম কলাউজানের মাষ্টার মোহাম্মদ ইউনুছের পুত্র মোহাম্মদ বাবুল(৩৫)। সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে পৌনে ১টায় আধুনগর ইউনিয়ন পরিষদের পুর্ব পার্শ্বে গফুর ড্রাইভারের বাড়ী সংলগ্ন এলাকায় মোটর সাইকেল থামিয়ে মোহাম্মদ বাবুলের শরীরে তল্লাসী চালিয়ে একটি দেশীয় তৈরী অস্ত্র, এক রাউন্ট কার্তুজ,২টি ছাকু ও একটি নাম্বারবিহীন সুযুকি মোটর সাইকেল উদ্ধার করে তাদেরকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), এসআই ওবাইদুল হক,আবদুল আউয়াল ও এএসআই মসিউর রহমান।আটককৃত ২ যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ সুত্রে প্রকাশ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।