১৬ মে, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

লোহাগাড়ায় অদক্ষ ও অশিক্ষিত নার্সের কারণে শিশু মৃত্যুের অভিযোগ


চট্টগ্রামের লোহাগাড়ার বেসরকারী হাসপাতাল সাউন্ড হেলথ হাসপাতালের অদক্ষ, প্রশিক্ষণবিহীন নার্সের কারণে এক শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ১এপ্রিল শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় লোহগাড়া উপজেলার সাউন্ড হেলথ হাসপাতালে ডাক্তারের চিকিৎসাজনিত অবহেলা ও অদক্ষ, প্রশিক্ষণবিহীন নার্সের কারণে ২ মাস বয়সী তাহনিয়া লাবিবা সিজান নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত শিশুর মা স্কুল শিক্ষিকা তাহমিনা আকতার জেনি উক্ত প্রতিবেদককে জানান, তার শিশুর সামান্য ঠান্ডা জনিত সমস্যা ছিলো। তিনি স্বামীসহ ১লা মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টায় সাউন্ড হেলথ হাসপাতালে ডা.তাহিয়াত আহমেদের কাছে চিকিৎসারর জন্য নিয়ে যান। ডাক্তার সব কিছু ভাল আছে বলেন। ডাক্তার নার্সকে অক্সিজেন ও নেবুলাইজার দেওয়ার নির্দেশ দেন।
তিনি আরো জানান, অদক্ষ ও প্রশিক্ষণবিহীন নার্সের সহকারি একই সাথে অতিরিক্ত পরিমাণে অক্সিজেন ও নেবুলাইজার দেওয়ার পরপরই তার শিশুর দম বন্ধ হয়ে যায়। ৫ /৭ মিনিট পরেই শিশুর হাত-পা ঠান্ডা হয়ে যায় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে ডাক্তার দ্রুতগতিতে চট্টগ্রাম মেডিকেলে রেপার করেন।
ডাক্তার তাহিয়াদ আহমেদ জানান, শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তিনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের যোগাযোগ করা হলে জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ডাক্তার ও নার্সদের অবহেলা হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।নিহত শিশুর পিতা সরওয়ারের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া। তার শশুর বাড়ি লোহাগাড়ার রশিদের পাড়া এলাকায়।লোহাগাড়া রশিদের পাড়া এলাকায় ভাড়াটিয়া বাসায় থাকেন।
লোহাগাড়া উপজেলা অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান পিপিএম(বার) জানান, এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।