২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

লোহাগাড়ায়“দুর্নীতি উন্নয়নের অন্তরায়” শীর্ষক রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সার্কোলেশন অনুযায়ী লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় “দুর্নীতি উন্নয়নের অন্তরায়” শীর্ষক এক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করেছে।

১৫সেপ্টেম্বর (রবিবার) বেলা ৩টায় লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হল রুমে অনুষ্টিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম।

লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দরবেশীয়া জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ড.মাহমুদুল হক ওসমানী`র সভাপতিত্বে মাদ্রাসার প্রভাষক মাওলানা শহিদুল্লাহ`র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী কোম্পানি, লোহাগাড়া ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে গ্রহণ করেছে সরকার।
দুর্নীতর বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে।
তিনি আরো বলেন,
তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে অবদান রাখবে।
মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গীবাদের সাথে সম্পৃক্ত নয় বলেও তিনি জানান।

অনুষ্টান শেষে “দুর্নীতি উন্নয়নের অন্তরায়” শীর্ষক এক রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।