১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২ | ১৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র

লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সাথে নৌকা প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়হান সিকদার,লোহাগাড়াঃ আসন্ন আগামী ২৪মার্চ ৩য় ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা`র চেয়ারম্যান পদপ্রার্থী, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সাথে লোহাগাড়া উপজেলার কর্মরত জাতীয়, আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।৯ মার্চ ( শনিবার ) সন্ধ্যায় বটতলী মোটর ষ্টেশনস্হ এ.রহমান মার্কেটে নৌকার নির্বাচনী কার্যালয়ে এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি মুহাম্মদ জসীম উদ্দিন।

সভায় বাংলাদেশ আওয়ামীলীগ(নৌকা)`র মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ খোরশেদ আলম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আপনারা জাতির বিবেক।সাংবাদিকরা সুন্দর লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্টের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়। তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন।আলোকিত ও ডিজিটাল লোহাগাড়া হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।
তিনি আরো বলেন, দলের সম্মান রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি নতুন মানুষ।আমি আপনাদের এলাকার সন্তান।আমি লোহাগাড়াবাসীর সেবা করতে চাই।মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচন করার জন্য সুযোগ করে দিয়েছেন।প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে চাই। তিনি আরো বলেন,এলাকার সর্বস্হতের জনসাধারণ আমাকে কাজ করার সুযোগ দিলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করব এবং নিরীহ মানুষের পাশে থেকে কাজ করব ইনশাল্লাহ।সকল সাংবাদিকদের কাছে তিনি সহযোগীতা চান।
লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব জান মুহাম্মদ সিকদার,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, নাজমুল হাসান মিন্টু,মোহাম্মদ মিয়া ফারুক,দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন,লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আকতার কামাল পারভেজ,দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেহান পারভেজ চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ তৌহিদুল হাসান, একেএম পারভেজ, প্রতিষ্টিত ব্যবসায়ী মুহাম্মদ সোহেল ইসলাম রুবেল, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল সাদ্দাম ও ইফতেখার উদ্দিন তুষার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।