২৬ ডিসেম্বর, ২০২৫ | ১১ পৌষ, ১৪৩২ | ৫ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা

লোহাগাড়ায় এক প্রবাসীর জায়গা পাঁকা ভাউন্ডারী ওয়ালের ভিতর বাড়ী নির্মাণে বাঁধার চেষ্টা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সদর ইউনিয়নের দরবেশহাট রোডস্থ মক্কা টাওয়ারের সামনে এক প্রবাসীর ক্রয়কৃত সম্পত্তিতে পাকা ভাউন্ডারী ওয়ালের ভিতর বাড়ি নির্মাণে প্রতিপক্ষরা বাঁধা প্রদানের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উক্ত জায়গার মালিকের নাম আলহাজ্ব নুরুন্নবী। সে আমিরাবাদ ছৈয়দ পাড়ার মৃত খলিলুর রহমানের পুত্র। এঘটনায় আলহাজ্ব নুরুন্নবীর শ্বশুর জালাল উদ্দিন সওদাগর (৫২) বাদী হয়ে সদর ইউনিয়নের আমজাদ আলী মাষ্টার পাড়া এলাকার মৃত খুলু মিয়ার পুত্র নুর আহমদ প্রকাশ টিপু (৪৮), নুর আহমদের স্ত্রী নূর আয়েশা (৪২), মৃত মৌলভী ইসহাকের পুত্র ওসমান (৪০) সহ আরো অজ্ঞাতনামা ৪/৫জনকে বিবাদী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত চট্টগ্রাম বরাবর ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ধারা মতে ফৌজদারী মিছ মামলা দায়ের করেন। যার মামলা নং ১৭২৮/১৬ইং। অভিযোগ সূত্রে প্রকাশ, উল্লেখিত প্রার্থীক জালাল সওদাগরের জামাতা নুরুন্নবী বিগত অনেক দিন পূর্বে ৬শতক বা ৩ গন্ডা জায়গা ক্রয় করেন। জায়গাটি ক্রয় করার পর ২০০২সালে পাঁকা ভাউন্ডারী ওয়াল নির্মাণ করে প্রার্থীক ভোগ দখলে স্থিত রয়েছেন। প্রার্থীকের নামে বিএস নামজারী খতিয়ান সৃজিত আছে। কিন্তু গত ১৭ ডিসেম্বর প্রার্থীক তার সম্পত্তিতে পাঁকা ভাউন্ডারী ওয়ালের ভিতরে পাঁকা বাড়ি নির্মাণ করার উদ্যোগ নিলে প্রতিপক্ষগণ অনাধিকার প্রবেশ করে বাঁধা প্রদান করেন। অভিযোগ সূত্রে আরো প্রকাশ, উক্ত জায়গা প্রার্থীক রক্ষিত লোহার রড, কনক্রিট, ইট, বালি ও অন্যান্য আসবাবপত্র খোলা আকাশের নিচে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে এবং পক্ষদ্বয়ের যে কোন সময়, যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও অভিযোগে প্রকাশ। এব্যাপারে জালাল সওদাগর বলেন, উক্ত জায়গাটি তার মেয়ের জামাই নুরুন্নবীর ক্রয়কৃত সম্পত্তি। বিগত অনেকদিন পূর্ব হতে উক্ত জায়গায় ভাউন্ডারী ওয়াল নির্মাণ করে ভোগ দখলে স্থিত রয়েছেন বলেও জানান। লোহাগাড়া থানার এসআই জাকির সিকদার উভয় পক্ষের কাগজপত্র দেখে এবং প্রয়োজনীয় তদন্ত পূর্বক আদালতে তিনি প্রতিবেদন দাখিল করবেন বলে উক্ত প্রতিনিধিকে জানান। এব্যাপারে প্রতিপক্ষ নুর আহমদ প্রকাশ টিপুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, তারা খুব বেশি অসহায় এবং হতদরিদ্র । উক্ত জায়গাটি তাদের মৌরশী সম্পত্তি বলে দাবি করেন। তিনি আরো বলেন, তার পরিবার অসহায় হওয়ার কারনে উক্ত জায়গাটি বিগত সময়ের প্রভাবশালীদের হাতে জিম্মি হওয়ায় তারা কোন উদ্যোগ নিতে পারেননি। নুর আহমদ প্রকাশ টিপু সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারেরও দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।