২৩ অক্টোবর, ২০২৫ | ৭ কার্তিক, ১৪৩২ | ৩০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

লোকে লোকারণ্য মাবুদ চেয়ারম্যানের আয়োজিত মুজিব বর্ষের “রোড শোডাউন”

মোঃ আব্দুল আল মামুন:

কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদের নেতৃত্বে ৩শতাধিক গাড়ি বহর নিয়ে মটর শোভাযাত্রার মাধ্যমে মুজিব শতবর্ষ উজ্জাপন করেছেন খুনিয়া পালং ইউনিয়ন বাসি।

২০ মার্চ রোজ শনিবার সকাল ১১টার দিকে এ মটর শোভাযাত্রা শুরু করেন খুনিয়া পালংবাসী।
এর আগে ১৭ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে মটর শোভাযাত্রার ঘোষণা দেন খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ। তার ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে খুনিয়া পালং এর পেঁচারদ্বীপে মেরিন ড্রাইব সড়ক সংলগ্ন মাঠে বিভিন্ন ওয়ার্ড থেকে গাড়ি বহর এসে জমায়েত হয়।

সকাল ১১টার দিকে আসন্ন মাইক্রোবাস, হাইস,, ডাম্পার এবং শতাধিক মটর সাইকেল সমন্বয়ে বিশাল মটর শোভাযাত্রা শুরু হয়।

 

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এ মটর শোভাযাত্রা উদ্ভোদন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান সালাহ উদ্দিন, খুনিয়া পালং এমইউপি ছৈয়দ আলম সুলতান, আবু তাহের,  রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক নিতিশ বড়ুয়া, রামু উপজেলা ছাত্র লীগ নেতা তসলিম উদ্দিন সোহেল, বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ খুনিয়া পালং শাখার সভাপতি আয়াজ উদ্দীন ফাহিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, খুনিয়া পালং ইউনিয়ন ছাত্র লীগ নেতা মোঃ আরমান, সমাজ সেবক, রমিজ আহম্মদ, গিয়াস উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি বর্গ।

বর্ণাঢ্য এই মটর শোভাযাত্রা পেঁচাদ্বীপ থেকে শুরু করে গোয়ালিয়া পালং হয়ে ধোয়া পালং রাস্তার মাথায় আরকান সড়কে প্রবেশ করে। এর পর  তুলাবাগান- পাইনবাগান সংযোগ সড়ক দিয়ে রামু-মরিচ্যা সড়ক প্রদক্ষিণ করে মৌলবী বাজার সড়ক দিয়ে দারিয়ার দীঘি-আবুল বন্দর থেকে রহমানিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা সড়ক থেকে বের হয়ে ধেচুয়া পালং সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে ধেচুয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মটর শোভাযাত্রা শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।