চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টান ২৬মার্চ সকাল আনুমানিক সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য,বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান,সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নের কান্ডারী, প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ফিজনূর রহমান।অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার),উপজেলা কমিশনার(ভূমি) সাদিয়া আফরিন কচি,উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নিবাস দাশ সাগর, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এম,এইচ নুরুল আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী,সাংসদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম,মোহাম্মদ শাহেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান,যুবলীগ নেতা সাইফুল হাকিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ আরো অনেকেই।অনুষ্টান সঞ্চালনা করেন শিক্ষিকা লায়লা বিলকিস।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।