৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

লামার আজিজনগর থেকে প্রকাশ্য পাচার হচ্ছে ১’শ গাড়ি অবৈধ কাঠ-প্রশাসন নিরব


বান্দরবানের লামা উপজেলার আজিজনগর বনাঞ্চল থেকে গাছ কেটে ইট ভাটার জ্বালানি হিসেবে সরবরাহ শুরু করেছে স্থানীয় লাকড়ী ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ইট ভাটায় ইট পোড়ানো শুরু হওয়ার সাথে সাথে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের জন্য লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি ইট ভাটায় ব্যাপক হারে কাঠ পোড়ানো শুরু হয়েছে।

প্রতিদিন আজিজনগর ইউনিয়নে, বিভিন্ন বনাঞ্চল থেকে ১’শ গাড়ি করে ফাইতংয়ের ইটভাটাগুলোতে পৌঁছে দেয়া হচ্ছে কাঠ।

ইট ভাটার চুল্লি গুলোতে সাধারণত গামারি, গর্জন, আকাশমনি একাশি, রেইনট্রি ও বিভিন্ন গাছের কাঠ পোড়ানো হচ্ছে । এসব কাঠের অধিকাংশ ১০০ থেকে ১২০ টাকা মণ দরে কিনছেন ইট ভাটার মালিকরা।

জানা গেছে, আজিজনগরের কাঠ এখন শুধু ফাইতং সীমাবদ্ধ নেই কক্সবাজারের চকরিয়া এবং চট্রগ্রামের লোহাগাড়ার বিভিন্ন ইট ভাটায় পাঠানো হচ্ছে এসব কাঠ।

এ ব্যাপারে আজিজনগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক একরামুল হক বাবুল বলেন, কাঠ-লাকড়ী পাচার বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে আগামী কয়েক বছরে আজিজনগর ও ফাইতং হাজার হাজার একর বনাঞ্চল বৃক্ষ শূন্য হয়ে পড়বে।

নাম প্রকাশ না করা শর্তে এক ইটভাটার মিস্ত্রি জানায়, ১২ লাইন প্রতি লাইনে ৫ হাজার করে মোট ৬০ হাজার ইট পোড়াতে দৈনিক ৬০০ হতে ৮০০ মন লাকড়ীর প্রয়োজন হয়। এই হিসাবে প্রতি মৌসুমে ১৮২ দিনে প্রতিটি ইট ভাটায় কমপক্ষে ১ লক্ষ ২৭ হাজার ৪’শ মন লাকড়ীর প্রয়োজন হয়।

এ ব্যাপারে লামা বন বিভাগীয় কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ বলেন, আমাদের জনবল সল্পতার কারণে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করতে হয়। রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় আমরা চাইলেও কিছু করতে পারিনা। তবে অবৈধভাবে কাঠ পাচারের সুনির্দিষ্ট তথ্য নজরে আনলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়রা মনে করছে, ইট ভাটায় কাঠের ব্যবহার দ্রুত রোধ করা না হলে সবুজে ঘেরা বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার প্রাকিৃতিক সৌন্দর্য্য অনেকাংশেই ধ্বংসের দিকে ধাবিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।