
১১৩৫ বোতল ফেন্সিডিল ও ১০০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। ৫ এপ্রিল রাত ১০ দিকে কক্সবাজার শহরের শহরের দক্ষিণ কলাতলী এলাকায় বড় মসজিদ ও কলাতলী হিমছড়ি এলাকা থেকে এসব ফেন্সিডিল ও গাঁজা এসব ব্যক্তিকে আটক করা হয়। এসময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। সোমবার বিকেলে র্যাব কক্সবাজার ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও গাঁজার আনমানুকি মূল্য
১৭লাখ ৯৪ হাজার টাকা। আটককৃতরা হলেন, চট্টগ্রামের সন্দীপ, তালতলী এলাকার মৃত মোস্তফার পুত্র আরিফ উদ্দীন, টেকনাফর শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার নুরুল আমিনের পুত্র মোঃ ইব্রাহীম ও একই এলাকার মৃত জহির আহমদের পুত্র মোঃ মুজিব। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদক ও গাড়ীসহ তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কক্সবাজার র্যাব ক্যাম্প গত ২০১৪ সালের জানুয়ারি থেকে ১ কেজি ৪৬৭ গ্রাম ৪৪ পুরিয়া হেরোইন, ৩৬২৫ বোতল ফেন্সিডিল, ৪৩৫.৭০০ কেজি গাঁজা, ৯,৪৬১ বোতল বিদেশী মদ, ২,৫৩,৯০২ বোতল চোলাই মদ, ৫১,৭৯৯ ক্যান বিয়ার, ৭,২৪,০৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ লিটার এ্যালকোহল সহ আরো অনেক ধরনের মাদকদ্রব্য এবং ৯০ টি অবৈধ অস্ত্র জব্দ করেছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।