২৮ আগস্ট, ২০২৫ | ১৩ ভাদ্র, ১৪৩২ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহার হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার, ঘটনার স্বীকারোক্তি

ইমাম খাইর, কক্সবাজারঃ কক্সবাজার শহরের দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহার (২৫) হত্যা মামলার প্রধান আসামী একরাম (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করে কক্সবাজার সদর থানায় নিয়ে আসা হয় বলে জানা গেছে।
একরাম কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছরা সমিতিবাজার এলাকার জালাল আহমদের ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. খাইরুজ্জামান।
২০১৯ সালের ১৫ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকা পল্লি সমিতি বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে নুর জোহারের বিকৃত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার মৃত হোসেন আহমদের ছেলে।
এ ঘটনায় নুর জোহারের মা খালেদা আক্তার বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। যার নং-৫২/২০১৯।
এ মামলায় একরাম ছাড়াও এজাহারনামীয় আরো দুইজন আসামী রয়েছে।
তারা হলো- দক্ষিণ রুমালিয়ারছরা এলাকার মো. খলিলের ছেলে মো. জসিম (২০) ও মো. জলিলের ছেলে জাহেদ (২০)। অজ্ঞাতনামা রয়েছে আরো ৬ জন।
কক্সবাজার সদর মডেল থানার এসআই মোহাম্মদ আরিফ জানান, বুধবার (১ এপ্রিল) বিকালে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী সরাসরি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। ঘটনায় জড়িত অনেকের নাম প্রকাশ করেছে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।
গত বছরের ১৫ নভেম্বর সকালে ব্রিজের নিচে একটি মৃতদেহ গড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জবাই করা মৃতদেহটি উদ্ধার করে। পরে থানার রেকর্ড অনুযায়ী হত্যা, ধর্ষণ, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলার আসামি নুর জোহারকে শনাক্ত করা হয়।
আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের বিরোধের জের ধরে তাকে জবাই করে হত্যার পর ব্রিজের উপর থেকে নিচে ফেলে দিয়ে চলে গিয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।