১০ নভেম্বর, ২০২৫ | ২৫ কার্তিক, ১৪৩২ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রোহিঙ্গা নবজাতকের নাম রাখা হলো ‘শেখ হাসিনা’

কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা নারী কৃতজ্ঞ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আর প্রধানমন্ত্রীর প্রতি এই কৃতজ্ঞতা জানাতে নিজের নবজাতক কন্যার নাম রেখেছেন ‘শেখ হাসিনা’। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে এই তথ্য জানিয়েছেন রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া ২০ বছরের খাদিজা।

ইন্ডিয়া টুডে-কে নবজাতকের মা খাদিজা জানান,  বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পর শুধু পেটের সন্তানকে বাঁচানোর জন্য পালিয়ে এসেছেন তিনি।

খাদিজা বলেন, দেশে স্বামীকে হারিয়েছি। সরকার আমাকে আশ্রয় দেয়নি উল্টো ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার আমাদের আশ্রয় দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই কারণে কৃতজ্ঞতা জানাতে মেয়ের নাম রেখেছি ‘শেখ হাসিনা’।

রোহিঙ্গা শিবিরে সন্তান জন্মের সময় পাশে ছিলেন খাদিজার মা আলুম বাহার। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভূতির কারণেই রোহিঙ্গারা আশ্রয় পেয়েছে, এখনও বেঁচে আছে। এমনকি খাদিজার মতো মেয়ের জন্ম হয়েছে শেখ হাসিনার কারণেই।’

উল্লেখ্য, ২৫ আগস্ট থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৪ লাখ ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে প্রায় ৫০ হাজার গর্ভবতী ও প্রসূতি নারী রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।