১৮ জুলাই, ২০২৫ | ৩ শ্রাবণ, ১৪৩২ | ২২ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা

রোহিঙ্গা নবজাতকের নাম রাখা হলো ‘শেখ হাসিনা’

কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে সহিংসতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা নারী কৃতজ্ঞ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আর প্রধানমন্ত্রীর প্রতি এই কৃতজ্ঞতা জানাতে নিজের নবজাতক কন্যার নাম রেখেছেন ‘শেখ হাসিনা’। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে এই তথ্য জানিয়েছেন রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া ২০ বছরের খাদিজা।

ইন্ডিয়া টুডে-কে নবজাতকের মা খাদিজা জানান,  বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পর শুধু পেটের সন্তানকে বাঁচানোর জন্য পালিয়ে এসেছেন তিনি।

খাদিজা বলেন, দেশে স্বামীকে হারিয়েছি। সরকার আমাকে আশ্রয় দেয়নি উল্টো ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার আমাদের আশ্রয় দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এই কারণে কৃতজ্ঞতা জানাতে মেয়ের নাম রেখেছি ‘শেখ হাসিনা’।

রোহিঙ্গা শিবিরে সন্তান জন্মের সময় পাশে ছিলেন খাদিজার মা আলুম বাহার। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহানুভূতির কারণেই রোহিঙ্গারা আশ্রয় পেয়েছে, এখনও বেঁচে আছে। এমনকি খাদিজার মতো মেয়ের জন্ম হয়েছে শেখ হাসিনার কারণেই।’

উল্লেখ্য, ২৫ আগস্ট থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৪ লাখ ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে প্রায় ৫০ হাজার গর্ভবতী ও প্রসূতি নারী রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।