২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রোহিঙ্গা ক্যাম্প পরির্দশনে ইউএনইচসিআর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শিবির পরিদর্শনে করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি।
রবিবার ২২মে সকালে তিনি কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে ইউএনএইচসিআর পরিচালিত একটি কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তাদের চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে তিনি মতবিনিময়ে অংশ নেন। এসময় রোহিঙ্গা প্রতিনিধিরা  তাদের বক্তব্য তুলে ধরেন।
এছাড়াও উখিয়ায় করোনা মোকাবেলায় প্রতিষ্ঠিত বিশেষায়িত হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি ক্যাম্প এলাকা ঘুরে দেখেন ফিলিপ্পো। এসময় এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত,
ফিলিপ্পো গ্রান্ডি সফর সঙ্গী ইউএনএইচসিআর এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাই কমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলারোশে উপস্থিত ছিলেন।
ক্যাম্প পরিদর্শনে ফিলিপ্পো গ্রান্ডি  রোহিঙ্গাদের বর্তমান অবস্থা ও তাদের সুযোগ সুবিধা আগের চেয়ে বেড়েছে উল্লেখ করে সন্তুষ্ট প্রকাশ করেছেন বলে জানিয়েছেন  শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। তবে ফিলিপ্পো গ্রান্ডি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। ক্যাম্পেও এদিন সাংবাদিক প্রবেশের অনুমতি দেয়ানি সংশ্লিষ্টরা।
এর আগে, ২১ মে কক্সবাজার পৌঁছে জেলা প্রশাসক মামুনুর রশীদের সাথে মতবিনিময় করেন জাতিসংঘের ১১তম শরণার্থী বিষয়ক এই হাই কমিশনার।
মঙ্গলবার তিনি ভাসানচর পরিদর্শন করবেন, একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সাক্ষাত করার কথা রয়েছে।
এর আগে ২০১৯ সালে বাংলাদেশে এসেছিলেন ফিলিপ্পো গ্রান্ডি, তিনি ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত  ইউএনএইচসিআর-এর প্রধানের দায়িত্ব থাকবেন বলে জানাগেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।