২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বদরখালীতে আওয়ামীলীগের সভায়-রেজাউল করিম

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার মানবিক নেতৃত্ব সারা বিশ্বে উজ্জল দৃষ্টান্ত

বদরখালীতের আওয়ামীলীগের সভায় বক্তৃতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম

এম.জিয়াবুল হক,(চকরিয়া): বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বলেছেন- জননেত্রী শেখ হাসিনার মানবিক নেতৃত্ব আজ সারা বিশে^র কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ¯’ান করে নিয়েছে। তিনি পাশর্^বর্তী দেশ মায়ানমার কর্তৃক বিতাড়িত জনগোষ্টিকে মানবতার উদার দৃষ্টি ভঙ্গির মাধ্যমে যে আশ্রয় দিয়েছেন, তা জাতি সংঘ সহ আন্তর্জাতিক সকল সম্প্রদায়ের কাছে প্রশংসা কুড়িয়েছে। তিনি এ মানবতা প্রদর্শণ না-করলে নাফ নদী হতো এক রক্তের সমুদ্র।
তিনি গত ৭ অক্টোবর বদরখালী আশ্রাফ নগর নূরাণী মাদ্রাসায় ¯’ানীয় আওয়ামীলীগ আয়োজিত এক সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন- ভুল রাজনীতির দায়ে জনগণ কর্তৃক প্রত্যাখাত বিএনপি রোহিঙ্গা সমস্যা নিয়ে নানা কথা-বার্তা শুরু করেছে। তাদের এসব কথা-বার্তা আন্তর্জাতিক মহলে হাস্যরসের খোরাক ছাড়া আর কিছুই নয়। তিনি আওয়ামীলীগের ভিশন অনুযায়ী বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সরকারকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী এ সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এ.টি.এম. জিয়াউদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকলীগের সভাপতি হাসান আলী, আওয়ামীলীগ নেতা এ.এন.এম. হেফাজ সিকদার, বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, মাতুমুহুরী উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জিয়াবুল করিম, প্রচার সম্পাদক নুরুল আমীন ছোট, আওয়ামীলীগ নেতা মোহাম্মদুল হক, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক আবুল হাশেম, ৭ নং ওয়ার্ড আওয়মাীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও ৪ নং ওযার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কাদের, ঢেমুশিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুল মোস্তফা, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজবাহউদ্দিন বেলাল ও ছাত্রনেতা রাসেল বক্তৃতা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।