১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

রোহিঙ্গাদের সেবায় ছাত্রলীগের চিকিৎসা কেন্দ্র ও মনিটরিং সেল

কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমার সেনাবাহিনীর নজিরবিহীন নিযার্তন-নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের জন্য এবার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও মনিটরিং সেল চালু  করল বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার দুপুরে বালুখালীতে এই চিকিৎসা কেন্দ্র ও সেল গঠন করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও মনিটরিং সেলের উদ্বোধন করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জানান, ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে আসা ত্রাণসামগ্রী আরো সুষ্ঠুভাবে রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য ‘মনিটরিং সেল’গঠন করা হয়েছে। ছাত্রলীগের কেউ ত্রাণ দিতে চাইলে এই সেলের সঙ্গে যোগাযোগ করলেই বাকী কাজ তারা করে দিবে। এ ছাড়া অসুস্থদের চিকিৎসা নিশ্চিত করতে ছাত্রলীগের পক্ষ থেকে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে। যেখানে নারী ও পুরুষ ডাক্তারের দুটি আলাদা টিম কাজ করছে। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে প্রয়োজনীয়  ওষুধ দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, রোহিঙ্গাদের জন্য বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া, নিরাপদ সেনিটেশন ব্যবস্থাসহ চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ছাত্রলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে এনামুল হক শামীম বলেন, ‘ শুরু থেকেই রোহিঙ্গাদের জন্য কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ যা অত্যন্ত প্রশংসনীয়। এ সব কাজে ভবিষ্যতেও তাদের কোনো সাহায্য লাগলে আমরা দিতে প্রস্তুত। ’ এমন উদ্যোগ নেয়ার জন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানান তিনি।
এস এম জাকির হোসাইন বলেন, ‘যেখানেই মানবিক বিপর্যয় সেখানেই ছাত্রলীগ। শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ’
তিনি আরো বলেন, ‘ যে ভরসা নিয়ে সহায় সম্বলহীন রোহিঙ্গারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ছুটে এসেছে আমরা সেটা নিশ্চিত করব। আমরা একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব।’
রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরিয়ে না দেয়া পর্যন্ত  শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ তাদের জন্য  নিরলস ভাবে কাজ করে যাবে বলেও জানান জাকির হোসাইন। সমাজের বিত্তবানদের রোহিঙ্গাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার চোধুরী রোটন, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ বাবু, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।