১৭ আগস্ট, ২০২৫ | ২ ভাদ্র, ১৪৩২ | ২২ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রোহিঙ্গাদের মতো স্থানীয়রাও সহায়তা পাবেন: ত্রাণমন্ত্রী

কক্সবাজারে টেকনাফের ক্যাম্পগুলোতে রোহিঙ্গারা যে পরিমাণ সহায়তা পাচ্ছেন, স্থানীয়রাও সমপরিমাণ সহায়তা পাবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থার দেওয়া ৫২ শর্তের কারণে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা যাচ্ছে না। তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ মোকাবিলাবিষয়ক এক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে রোহিঙ্গাদের যেকোনও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর রামু-১০ পদাতিক ডিভিশিনের ব্যবস্থাপনায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল। উপস্থিত ছিলেন, রামু সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ মাইনুল্লাহ চৌধুরীসহ সামরিক ও প্রশাসনের কর্মকর্তারা। মহড়ায় সেনাবাহিনী, বিজিবি, আরআরআরসি কার্যালয়, পুলিশ, র‌্যাব, দমকল বাহিনী, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থার ১৪শ’ উদ্ধারকর্মী অংশ নেন।

এ সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘জাতির যেকোনও দুর্যোগে সেনাবাহিনী আত্মনিয়োগ করতে প্রস্তুত আছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।