১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ৫০ বছরও লাগতে পারে’

আওয়ামী লীগ

কক্সবাজার সময় ডেস্কঃ শিগগিরই রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হবে না বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা। তাদের মতে, এ ব্যাপারে বাংলাদেশকে তৎপরতা অব্যাহত রাখলেও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ৫ বছর থেকে ৫০ বছরও সময় লাগতে পারে। আর এ জন্য কূটনীতিক তৎপরতার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার করে তোলার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগের অন্তত হাফ ডজন কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এমন মনোভাব প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, ‘রাতারাতি রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ৫ বছর সময় লাগতে পারে, আবার ৫০ বছরও লাগতে পারে। দুনিয়ার কোথাও দেখিনি, শরণার্থীরা নিজ দেশে ফেরত গেছে।’ তিনি আরও বলেন, ‘রোহিঙ্গারা বসে থাকবে? বাংলাদেশিদের সঙ্গে চেহারা ও ভাষাগত মিল থাকায় তারা সারা দেশে ছড়িয়ে পড়বে। বিভিন্ন ধরনের কাজে ঢুকে যাবে। এরপরও কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। সমাধানে যেতে মিয়ানমারের সঙ্গে সমঝোতা করতে হবে।’

কবে নাগাদ রোহিঙ্গাদের  নিজ দেশে ফেরত পাঠাতে পারবে বাংলাদেশ, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘আমি গণক নই যে, সময় বেঁধে দেব। তবে যখনই হোক, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যেতে হবে। এটাই শেখ হাসিনার শেষ কথা।’

কবে নাগাদ রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যাবে, এ ব্যাপারে সুনির্দিষ্ট সময় বেঁধে সম্ভব না বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন মহল ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা যখন যে ফোরামে কথা বলছেন, দ্রুত এ সমস্যা সমাধানের ব্যাপারে দাবি তুলছেন। নিশ্চিত করে বলা যাবে না রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কত বছর লাগবে। তবে, আমাদের তৎপরতা অব্যাহত রাখতে হবে।’

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরত পাঠানোর পক্রিয়া দীর্ঘমেয়াদি হতে পারে বলে মনে করছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ড. আবদুর রাজ্জাক। তার মতে, ‘কত দিন সময় লাগবে, তা সুনির্দিষ্ট করে বলা যাবে না। তবে এ ব্যাপারে আমাদের কূটনীতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে হবে, রোহিঙ্গারা আমাদের জন্য বোঝা। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সাহায্য দিচ্ছে, কিন্তু ব্যবসায়িক স্বার্থের কারণে রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফেরত দেওয়ার ব্যাপারে কোনও জোরালো চাপ আসছে না। বিষয়টি হতাশার।’

একই অভিমত দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরুরও। তিনি বলেন, ‘রোহিঙ্গারা কতদিনের মধ্যে তাদের দেশে ফেরত যাবে, তা সুনির্দিষ্ট করে বলা যাবে না। সময় লাগবে। তবে, কত দিন সময় লাগবে, তা বলা যাবে না। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনীতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে।’

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক সমস্যা। আমরা মনে করি, আন্তর্জাতিকভাবেই এই সমস্যার সমাধান করতে হবে।’ কতদিন সময় লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসব সমস্যা দ্রুত সমাধান হয় না, সময় লাগে। মিয়ানমারের মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। আমরা দেশটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেব।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।