
রায়হান সিকদার,(লোহাগাড়া): রোহিঙ্গারা সত্যিই অসহায়। মিয়ানমার হতে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশের টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছেন। অসহায় রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে মানবতার ডাকে ছুঁটে গিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা ও অর্থোপেডিক বিশেষজ্ঞ, লোহাগাড়ার আধুনগরের কৃতি সন্তান, জনপ্রিয় চিকিৎসক ডাঃ মাহমুদুর রহমান। গত ০১ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাঃ মাহমুদুর রহমান ও অন্যান্য ডাক্তার নিয়ে একটি টিম অসহায় নির্যাতিত রোহিঙ্গাদেরকে চিকিৎসা সেবা প্রদান করেছেন। ডাঃ মাহমুদুর রহমান চিকিৎসা প্রদান কলে রোহিঙ্গাদের করুণ আর্তি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এব্যাপারে লোহাগাড়ার জনপ্রিয় চিকিৎসক ডাঃ মাহমুদুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি উক্ত প্রতিবেদককে জানান, মানবতার ডাকে অসহায় রোহিঙ্গাদেরকে সারাদিন আমিসহ অন্যান্য চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেছি। তাদের আর্তনাত দেখে সত্যিই আমি আবেগ আপ্লুত হয়েছি। তাদেরকে চিকিৎসা সেবা দিতে পেরে সত্যিই নিজেকে ধন্য মনে করছি। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।